adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তদন্ত রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন করা হবে

ঢাকা: জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির দেয়া রিপোর্ট ও সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার কার্যালয়ে এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘গতকাল রোববার রাতে তদন্ত রিপোর্ট আমরা হাতে পেয়েছি। আমি মনে করি তদন্ত রিপোর্ট সুষ্ঠু হয়েছে। তদন্ত কমিটি যে প্রস্তাব করেছে তা নিয়ে আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে বসবো। রিপোর্টের সুপারিশগুলো নিয়ে আলোচনা করা হবে। সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এ ঘটনায় পলাতক দুজন জঙ্গির ব্যাপারে তিনি বলেন, ‘যে দুজনকে এখনো ধরা যায়নি তাদের ছবি বিজিবি এবং বিএসএফ এর কাছে দেয়া হয়েছে যাতে তারা কোনোভাবেই দেশত্যাগ করতে না পারে। তাদের ধরা পড়তেই হবে। আর এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, ‘দেশবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার এদের ধরতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া