adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জামানত ছাড়াই ঋণ পাচ্ছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা

ঢাকা: সরকারের দেয়া প্রণোদনা ৯০০ কোটি টাকার তহবিল থেকে জামানত ছাড়াই ঋণ পাবে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সংস্থাদের সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী। সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সভাপত্বি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জয়েন্ট স্টক এক্সচেঞ্জ কমিশন, বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ সংস্থা, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা গত বছরই এ তহবিলের প্রথম কিস্তির টাকা অর্থাৎ ৩০০ কোটি ছাড় করেছিলাম। কিন্তু ঋণগ্রহীতাদের হয়ে ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংগুলো ব্যক্তিগত জামানত দিতে অনিহা প্রকাশ করায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকরীরা ঋণ নিতে পারছিলেন না। ফলে এই তহবিলের অর্থ ছাড়ের পরও ঋণ বিতরণ করতে পারেনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এই অর্থ বিতরণের জন্য আইসিবিকে দায়িত্ব দেয়া হয়।’

তিনি বলেন, ‘আমরাও মনে করি এ তহবিলের ঋণ বিতরণের জন্য জামানতের দরকার নেই। তাই অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জামানত রাখার বিষয়টি শিথিলের জন্য চিঠি দেয়া হয়েছে। আশা করছি খুব শিগগিরই এ বিষয়টির সুরহা হবে এবং বিনিয়োগকারীরা জামানত ছাড়াই স্বল্প সুদে এ তহবিল থেকে ঋণ নিতে পারবে।’  

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকারের নির্দেশনায় ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। এর প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা এরই মধ্যে আইসিবিকে দেয়া হয়েছে। কিন্তু এই টাকা নিতে বিনিয়োগকারীদের জন্য বেশকিছু শর্ত আরোপ করা হয়। এসব শর্তের জন্য তেমন একটা আগ্রহ দেখাচ্ছিলেন না ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। শর্তের মধ্যে ছিল ঋণের জামানত হিসেবে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক বা স্টক-ব্রোকারকে করপোরেট গ্যারান্টি প্রদান করতে হবে, ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে বিএসইসি সংশ্লিষ্টদের জরিমানা করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (মার্চেন্ট ব্যাংক বা স্টক ব্রোকার) নিবন্ধন বাতিল করতে পারবে।

সুর চৌধুরী আরো বলেন, ‘সম্প্রতি ব্যাংকগুলো পুঁজিবাজারে প্রতিদিন কত টাকার লেনদেন করছে তার তথ্য চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্রতিদিন তথ্য দিতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর পরিপ্রেক্ষিতে প্রতিদিনের পরিবর্তে আলোচনা সাপেক্ষে ৭ দিন অথবা ১৫ দিন করা হবে।’

বাংলাদেশ ব্যাংকের গত মঙ্গলবার জারি করা নতুন সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হবে সংশ্লিষ্ট ব্যাংকের সাবসিডিয়ারির বিনিয়োগসহ মোট মূলধন এবং সংবিধিবদ্ধ সঞ্চিতির (এসএলআর) ৫০ শতাংশ।

এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। ফলে ব্যাংকগুলোর বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি বা কমা নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। এমনকি সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা তাদের গ্রাহকের সুস্পষ্ট ধারণা দিতে পারেনি। ফলে এ বিভ্রান্তির প্রভাব পড়ছে শেয়ার লেনদেনে।

এ বিষয়ে এসকে সুর চৌধুরী বলেন, ‘এ প্রজ্ঞাপনটি করা হয় সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী। এটি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া