adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাবির নতুন ভিসিকে ছাত্রলীগের প্রথম উপহার সংঘর্ষ!

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নিয়োগ দেয়ার প্রথম দিনেই সংঘর্ষ উপহার দিয়েছে জাবি শাখা ছাত্রলীগ নেতারা।

রোববার দুপুরে ক্যান্টিনে ফাও খাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল ও শহীদ সালাম-বরকত হলের ছাত্রলীগ নেতাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে শহীদ সালাম-বরকত হলের নেতারা। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে। এতে ১৫-২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যান্টিনে ফাও খাওয়াকে কেন্দ্র করে মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগ নেতারা শহীদ সালাম-বরকত হলের রকি, আশিক ও জাহিদ হাসানকে মারধর করে। এ খবর শহীদ সালাম-বরকত হলের নেতারা জানতে পারে মীর মশাররফ হোসেন হলের নেতাদের ওপর স্বশস্ত্র হামলা চালায় তারা। এসময় সালাম-বরকত হলের ছাত্রলীগ নেতারা ১০ রাউন্ড গুলি ছোড়ে ও মীর মশাররফ হলের প্রভোস্টের অফিস ও হলের দোকান ভাঙচুর করে।

এখবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমানকে জানানো হলেও তারা এখনো ঘটনাস্থলে যাননি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দল প্রশাসনিক ভবনে নতুন ভিসির সংবর্ধনা অনুষ্ঠানে ব্যস্ত বলে জানা গেছে।

বর্তমানে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, দেশে প্রথম নারী উপাচার্য (ভিসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে অধ্যাপক ড. ফারজানা ইসলাম। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে নৃবিজ্ঞানের এ অধ্যাপককে জাবির ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া