adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের সতর্ক করলেন পাপন

ঢাকা: আফগানদের বিপক্ষে ৩২ রানে হেরে লজ্জায় পড়েছে পুরো বিসিবি। এই হারের পর বিশ্ব ক্রিকেটের সামনে প্রশ্নবিদ বিসিবির যোগ্যতা। তাই ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রোববার মুশফিকরা কোনো অনুশীলন করেনি। দলে ফিরেছেন সাকিব। আর সোহাগ গাজীর বদলে মাহমুদুল্লাহ দলে এসেছেন। সোমবার অনুশীলন। ৪ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে কঠিন লড়াই। এই লড়াইয়ে নামার আগে ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসলেন পাপন। কঠিন সব শব্দ ব্যবহার করেছেন। বোর্ড সভাপতি এমন একটা সময় আলোচনায় বসলেন যখন পুরো বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ নিয়ে হাসি-তামাশা হচ্ছে।

বিসিবি সভাপতির আলোচনা শেষে প্রেসবক্সে এসে মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস বক্তব্য তুলে ধরেন। বলেন, আফগানদের বিপক্ষে হারের পর কারো মন ভালো নেই। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছে। গত এশিয়া কাপেও ভালো খেলেছে। এবার কেন এরকম হবে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ থেকেই এমনটা হচ্ছে। কেন? বিসিবি সভাপতি দলের ক্রিকেটারদের কাছ থেকে জানতে চান।

যদিও মুশফিকের মাঠে ও অনুশীলনে মনোযোগ নিয়ে কোনো নেতিবাচক বিষয় নেই। মুশফিককে প্রশ্ন করা হলে সে সভাপতিকে জবাব দেন, সে যেভাবে পরিকল্পনা সাঁজাচ্ছে তেমনটা মাঠে উপস্থাপন হচ্ছে না। ক্রিকেটাররা পারছে না। বিসিবি সভাপতি মুশফিকের বক্তব্য মেনে নিয়েছেন। তবে অন্য ক্রিকেটারদের যে সমস্যা আছে সেটা স্পষ্টভাবে আলোচনায় খোলামেলাভাবে তুলে আনেন।

আসলে দলে অনেকের মনোযোগের অভাব বিসিবি লক্ষ্য করছে বিগত কিছু দিন ধরে। যা এশিয়া কাপে আফগানদের বিপক্ষে হেরে প্রকট আকার ধারণ করেছে। বিসিবি সভাপতি অধিনায়ক মুশফিককে বলেছেন রাস্তায় নেমে সাধারণ মানুষের কথা শুনতে! কি বলছে তারা? ক্রিকেটার আর বিসিবি নিয়ে দেশের ক্রিকেট ভক্তরা কি বলছে সেটা মুশফিক নিজেও জানেন। বোর্ড সভাপতি বলেছেন, মুশফিককে নিয়ে বিসিবির কোনো অভিযোগ নেই। অন্য ক্রিকেটারদের সর্তক করে দিয়েছেন। যদি কারো ভেতরে সামান্যতম গলদ থাকে, অনুশীলনে গাফিলতি করে, মাঠে পারফরমেন্সে মনোযোগ নেই, তাহলে সে যেন এখনই বোর্ডকে জানিয়ে দেয়। বোর্ড এসব বিষয় মেনে নিতে রাজি নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া