adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে সাবমেরিন দেবে চীন

বেইজিং: পাকিস্তান ও বাংলাদেশের কাছে সাবমেরিন বিক্রি করবে চীন। শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা যায়, এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে চুক্তি হয়েছে।

পাকিস্তান সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জেনস উইকলির একটি প্রতিবেদেনে বলা হয়েছে, ২০১৪ সালের শেষ নাগাদ পাকিস্তানের কাছে ছয়টি সাবমেরিন বিক্রির চুক্তি সম্পন্ন করবে চীন। পাশাপাশি বাংলাদেশের কাছেও দুই ধরনের সাবমেরিন বিক্রি করবে চীন।

তিনি বলেন, সাবমেরিন কেনার বিষয়ে চীনের সঙ্গে প্রযুক্তিগত বিষয়গুলো সম্পন্ন হয়েছে। এখন তাদের সঙ্গে অর্থনৈতিক বিষয়ে আলোচনা হচ্ছে।

পার্শ্ববর্তী দেশ ভারত যেসময়য়ে সাবমেরিন-সংকটে আছে সেময়ে চীন বাংলাদেশ ও পাকিস্তানের কাছে সাবমেরিন বিক্রির চুক্তি করেছে।

অন্যদিকে, নিউএজ পত্রিকার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, সাবমেরিন বিক্রির জন্য বাংলাদেশের সঙ্গে চীনের ২০৬ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন হস্তান্তর করবে চীন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া