adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের সঙ্গে রিজেন্সির প্রতারণার অভিযোগ

ঢাকা: পাঁচ তারকা হোটেল রিজেন্সি অ্যান্ড রিসোর্টে প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসব এনআরবি (নন-রেসিডেন্ট বাংলাদেশি) বিনিয়োগকারী হোটেলটিতে প্রতিষ্ঠাকালীন প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু তাদের তেমন কোনও লভ্যাংশই দেয়া হয়নি। শুধু তা-ই নয় বিনিয়োগকৃত অর্থই এখন হুমকির মুখে। অথচ প্রতিষ্ঠার সময় কাগজে-কলমে তাদের পরিচালক পদে রাখা হয়েছিল।

বুধবার দুপুরে হোটেল রিজেন্সিতে আয়োজিত মিট দ্য প্রেসে এসব অভিযোগ করেন ভুক্তভোগী যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীরা। এসময় বিনিয়োগকারীদের মধ্যে গাফফার মিয়া, আশিক মিয়া, এনাম আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, আ. খালিক ও সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হোটেল রিজেন্সির বর্তমান সঙ্কট কাটাতে সরকারসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করা হয়। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগের ধারা বজায় রাখতে এ সমস্যা দূর করা জরুরিও বলেও উল্লেখ করেন বিনিয়োগকারীরা।

প্রবাসী বিনিয়োগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শাহ মোহাম্মদ আশরাফ ইসলাম। তিনি বলেন, হোটেলটি প্রতিষ্ঠাকালীন তাদের পরিচালক হিসেবে ইউনিক কোডসহ আইডি কার্ড ও রিজেন্সি হোটেলের প্যাডে পরিচালকের নিশ্চয়তা দেয়া হয়। কিন্তু পরে তারা জানতে পারেন, কোম্পানিতে তাদের নাম নেই। কোম্পানি করা হয়েছে শুধু মুসলেহ আহমেদ, কবির রেজা, আরিফ মোতাহার এবং তাদের মা ও স্ত্রীসহ সাত জনের নামে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কোম্পানি আইন অনুযায়ী, প্রতিবছর এজিএম ও অ্যাকাউন্টস প্রদানের কথা থাকলেও প্রবাসী বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার আশ্রয় নেন হোটেল রিজেন্সির সংশ্লিষ্ট ক’জন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া