adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ওষুধ শিল্পে আগ্রহী বেলারুশ

ঢাকা: বাংলাদেশে ওষুধ এবং ট্রাকটর শিল্পে যৌথ বিনিয়োগে বেলারুশের উদ্যোক্তারা আগ্রহী বলে শিল্পমন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত ভিটালি এ. প্রিমা।

বৃহস্পতিবার দুপুরে শিল্পমন্ত্রণালয়ে বেলারুশের রাষ্ট্রদূত ভিটালি এ. প্রিমা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে আলোচনাকালে এ কথা জানান।

প্রিমা বলেন, ‘বেলারুশের শতকরা ৬০ ভাগ ওষুধের চাহিদা আমদানি করে মেটানো হয়।’

এদিক থেকে বাংলাদেশে ওষুধ শিল্পে বিনিয়োগের মাধ্যমে দু’দেশই লাভবান হতে পারে বলে তিনি জানান।

এছাড়া বৈঠকে শিল্পখাতে দ্বিপাক্ষিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এসময় অটোমোবাইল ও  আধুনিক কৃষি যন্ত্রপাতি উৎপাদনখাতে বিনিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। বেলারুশের রাষ্ট্রদূত বাংলাদেশে যৌথ বিনিয়োগে প্রস্তাবিত ট্রাকটর সংযোজন কারখানা ‘মিন্সক ট্রাকটর ওয়ার্কস’ এর বাস্তবায়নে শিল্পমন্ত্রীর সহায়তা কামনা করেন।  

আমির হোসেন আমু বলেন, ‘বাংলাদেশি উদ্যোক্তারা বর্তমানে বিশ্বমানের ওষুধ উৎপাদন করে থাকে। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ৮০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। বেলারুশের উদ্যোক্তারা বাংলাদেশে বেসরকারি পর্যায়ে ওষুধ শিল্পখাতে বিনিয়োগ করতে পারে বলে।’

বেলারুশে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত সুবিধা বৃদ্ধির তাগিদ দেন মন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, ‘আধুনিক কৃষিখাত গড়ে তুলতে সরকার প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশে ব্যবহার উপযোগি ট্রাকটরসহ কৃষি যন্ত্রপাতি উৎপাদন শিল্পে যৌথ বিনিয়োগের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।’

তিনি বলেন, ‘বেলারুশের সঙ্গে যৌথ বিনিয়োগে ট্রাকটর সংযোজন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) পস্তুত রয়েছে।’

এ সময় বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি) এর চেয়ারম্যান মোঃ আতাউর রহমানসহ শিল্প এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া