adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্র দখল, জালভোট, বোমা

ঢাকা: দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) শান্তিপূর্ণ ভোটগ্রহণের আশায় গুড়েবালি। ভোটগ্রহণ শুরু হওয়ার দুঘণ্টার মধ্যেই কেন্দ্রে জবরদস্তি চালিয়ে ইসির ‘আশার’ বিপরীতে অশান্তি সৃষ্টি করছে সরকার দলীয় প্রার্থীরা। বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীদের এজেন্ট বের করে দিয়ে কেন্দ্র দখল, ও জালভোট প্রদান ও  হামলার অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন কেন্দ্রে।

গতকাল বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, ‘এতবড় একটি নির্বাচন, এতে ছোটখাট সহিংসতা হতে পারে। তারপরও আমরা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আশা করছি আগামীকালের নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে। খুব বড় ধরনের ঝামেলা পোহাতে হবে না।’

কিন্তু তার আশা নিরাশায় পরিণত করে দিচ্ছে সরকার দলীয় প্রার্থীরা।

মেহেরপুরের গাংনী উপজেলার কেশবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে হাতবোমা ফাটিয়েছে দুর্বৃত্তরা। এতে ৪ বিএনপিকর্মী আহত হয়েছেন। মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কেন্দ্রে সহিংসতার কারণে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। নোয়াখালীর একটি কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। দুঘণ্টা পর পুনরায় ভোট নেয়া শুরু হয়।   

বরিশাল সদরের ৬৬টি কেন্দ্র থেকে বিএনপি সমর্থিত প্রার্থীদের এজেন্ট বের করে দেয়া হয়েছে। এছাড়া সদরের কর্ণকাঠী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার সেলিম আহমদের সামনে সিল দেয়া ব্যালট পাওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহত দেয়া হয়েছে।  

ভোলার চরফ্যাশনের নুরাবাদে বিএনপি প্রার্থীর এজেন্ট বের করে দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। নোয়াখালী সদর উপজেলার আহমদিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ককটেলর বিস্ফোরণ, ব্যালট বাক্স ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে।

শেরপুরে ঝিনাইগাতীর তিনানীতে ভোটকেন্দ্র দখলের সময় পাঁচটি রামদা জব্দ করেছে পুলিশ।

লালমনিরহাটের পাটগ্রামের ছয়টি কেন্দ্র থেকে জামায়াতের প্রার্থীদের এজেন্ট কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া আরো অনেক কেন্দ্রে সহিংসতার খবর পাওয়া গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া