adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পূবালী সংক্রান্ত আদেশ স্থগিত

ঢাকা: পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের আদেশটি স্থগিত করা হয়েছে।  

বুধবার দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আগামী রোববার পর্যন্ত আগের আদেশটি স্থগিত থাকবে।

পূবালী ব্যাংকের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট আকতার ইমাম। একজন পরিচালকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক।

কোম্পানিত দুই শতাংশ শেয়ার না থাকায় মঙ্গলবার পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট।

হাইকোর্টের আদেশে যাদের পদ অবৈধ ঘোষণা করা হয়েছিল তারা হলেন- ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, পরিচালক- মোহাম্মদ ফয়জুর রহমান, আহমেদ শফি চৌধুরি, এম কবিরুজ্জামান ইয়াকুব, রুমানা শরীফ, আজিজুর রহমান, সুরাইয়া রহমান, ও ফাহিম আহমেদ ফারুক চৌধুরি।

উল্লেখ্য, ২০১৩ সালের আগস্ট মাসে পূবালী ব্যাংকের পরিচালক নির্বাচনের আগে ব্যাংকের নির্বাচন কমিশন এ আটজনকে পরিচালক পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেন। এ আদেশের বিরুদ্ধে ঐ বছরের ২০ আগস্ট চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার হাইকোর্টে একটি আবেদন করলে শুনানি শেষে ব্যাংকের নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণার আদেশটি স্থগিত করে দেয়া হয়। পরবর্তীতে ১ আগস্ট অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে এই আটজনসহ মোট ১৩ জন পরিচালক নির্বাচিত হন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া