adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এতবড় নির্বাচন, ছোটখাট সহিংসতা হবেই

ঢাকা: নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, ‘এতবড় একটি নির্বাচন, এতে ছোটখাট সহিংসতা হতেই পারে।’

বুধবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শাহনেওয়াজ বলেন, ‘এতবড় একটি নির্বাচন, এতে ছোটখাট সহিংসতা হতে পারে। তারপরও আমরা নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। আশা করছি আগামীকালের নির্বাচন খুবই শান্তিপূর্ণ হবে। খব বড় ধরনের ঝামেলা পোহাতে হবে না।’

কমিশনার বলেন, ‘দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলার তফসিল ঘোষণা করা হলেও আইন জটিলতার কারণে ১১৫টির নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘আজকের মধ্যেই নির্বাচনী এলাকায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। আমরা যোগাযোগ করছি এবং খবরও নিয়েছি, নির্বাচনী এলাকার পরিবেশ সুন্দর রয়েছে। ইতিমধ্যে ওইসব এলাকায় আইনশঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

তিনি বলেন, প্রথম দফায় ছোটখাট কিছু ব্যত্যয় ঘটেছিল। এ কারণে ম্যাজিস্ট্রেটরা শাস্তিও দিয়েছেন। আগামীকাল নির্বাচনে কোনো ছাড় দেয়া হবে না। ম্যাজিস্ট্রেটরা শক্ত হাতে তাদের ভূমিকা পালন করবেন।’

প্রথম দফায় বিপুল পরিমাণ ভোট বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভোট নষ্ট হওয়ার  কারণগুলো আমরা এখনো যাচাইবাছাই করতে পারিনি। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে এ বিষেয়ে রিপোর্ট নিয়ে সেগুলো কেন নষ্ট হয়েছে তা খতিয়ে দেখা হবে।’

কেউ কেউ বেশি সুবিধা নিচ্ছে, যথাযথ লেবেল প্লেইং ফিল্ড থাকছে না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কমিশন থেকে নজরদারি করছি, কেউ যাতে বাড়তি সুবিধা নিতে না পারে, এব্যাপারে রিটার্নিং কর্মকর্তাদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি। তাদের খুব শক্তভাবে বিষয়গুলো দেখতে বলেছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া