adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সংবিধানে ধূলো জমেছে

ঢাকা: আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন দীর্ঘ ৪১ বছরের সংবিধানে ধূলো পড়েছে। জনগণের হাত শক্ত হলেই বর্তমান সংবিধানকে বাহাত্তরের সংবিধানিক রূপ দেয়া সম্ভব হবে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শফিউর রহমান অডিটরিয়ামে গণতান্ত্রিক আইনজীবী সমিতি কর্তৃক আয়োজিত ‘বাহাত্তরের সংবিধান বাংলাদেশের অস্তিত্বের দলিল’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আমরা যদি আরো ৫ বছর সরকার চালাতে পারি, তাহলে ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া অনেকটাই সহজ হবে বলেও তিনি মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের সংবিধানে রাষ্ট্রধর্ম নিয়েই প্রথম বৈষম্য শুরু করেন। যার ফলশ্রুতিতে জামায়াতের সৃষ্টি হয়।’

তারেক জিয়াকে উদ্দেশ্য করে আনিসুল হক বলেন, ‘তারেক জিয়া লন্ডন থেকে আমাদেরকে একটা বাণী শুনিয়ে দিলেন, বাহাত্তরের সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এই সংবিধানের প্রতি একটা বিরাট প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর অশ্রদ্ধা আছে। আমাদেরকে সেই অবস্থা থেকে এই সংবিধানটাকে রক্ষা করতে হবে।’

সভায় বিশেষ অতিথির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, ‘বাহাত্তরের সংবিধান সেই চেতনা যার উপর ভিত্তি করে বাংলাদেশের জন্ম হয়েছে। তাই সর্বস্তরে কিভাবে নির্বাচন হবে তা আমাদের সংবিধানে বলা আছে। গণতন্ত্রের কথা বলতে হলে আমাদেরকে গণতন্ত্রের পুরোটা গ্রহণ করতে হবে। কোন একটি সুনির্দিষ্ট সময়ে আমার পক্ষে থাকুক বা বিপক্ষে থাকুক।’

তিনি আরো বলেন, ‘আমাদের সংবিধানের প্রস্তাবনার উপরে বিসমিল্লাহ যুক্ত করা হয়েছে। এটা বাদ দিতে হবে কারণ বিসমিল্লাহ ৭২’র সংবিধানে ছিলো না। মাবনসভ্যতার ক্রম বিকাশের ইতিহাসে এটা বারবার প্রমাণিত হয়েছে যে, ধর্ম ব্যক্তিগত জীবনে অবস্থান করবে, রাষ্ট্র সব নাগরিকের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে। সেখানে ধর্মকে কোনোভাবেই ব্যবহার করাটা উচিত নয়।’

সভায় আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, আইনজীবী আব্দুল বাসেত মজুমদার, শ ম রেজাউল করিম অ্যাডভোকেট শেখ আক্তারুজ্জামানসহ প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া