adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থীকে ঠেকাবে ‘খালেদা সমর্থকরা’

কক্সবাজার: মহেশখালী উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সফর ঠেকাতে জুতা মিছিল করেছে দলের সাবেক সংসদ সদস্য আলমগীর ফরিদের অনুসারীরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জুতা মিছিল নিয়ে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও ঘেরাও করে। পরে তারা সালাহ উদ্দিনকে মহেশখালী প্রবেশের অনুমতি না দেয়ার দাবি জানায়।

এছাড়া বিভক্ত উপজেলা বিএনপির মূল অংশের নেতাকর্মীরা ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে তারা সালাহ উদ্দীনকে ঠেকাবে। এজন্য তারা সার্বক্ষণিক মাঠে থাকারও ঘোষণা দিয়েছে। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে বিরাজ করছে তুমুল উত্তেজনা।

আগামী ১ মার্চ অনুষ্ঠিতব্য মহেশখালী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেয়েছেন আবু বকর ছিদ্দিক। আর দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন বিএনপির বিদ্রোহী হাবিব উল্লাহ হাবিব। একই সঙ্গে জামায়াতের প্রার্থী রয়েছেন আলহাজ্ব জাবের আহামদ চৌধুরী।

আগামীকাল বুধবার বিএনপি প্রার্থী আবু বক্কর ছিদ্দিকের পক্ষে প্রচারণা চালাতে মহেশখালীতে আসছেন বিএনপির কেন্দ্রীয়  যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমদ।

এদিকে, সালাহ উদ্দীনবিরোধী জুতা মিছিলকে কেন্দ্র করে  রাত সাড়ে ৯টার দিকে চেয়ারম্যান প্রার্থী হাবিব উল্লাহ হাবিব ও আবু বকর ছিদ্দিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। রাত সাড়ে ১০টা পর্যন্ত সে সংঘর্ষ চলছিল।  

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, মহেশখালী উপজেলার বর্তমান চেয়ারম্যান আবু বকর ছিদ্দিককেই বিএনপির একমাত্র মনোনীত প্রার্থী ঘোষণা করা হলেও দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক এমপি আলমগীর ফরিদ মনগড়াভাবে তার ভাতিজা হাবিব উল্লাহকে বিএনপির প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ কারণে আলমগীর ফরিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে সাবেক এমপি আলমগীর ফরিদের অনুসারীরা বলেন, ‘সালাহ উদ্দীন হচ্ছেন চকরিয়ার বিএনপি। তিনি মনগড়াভাবে আব্বু বকর ছিদ্দিককে বিএনপির প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেন, হাবিব উল্লাহ হাবিবকে স্বয়ং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন।  

জানতে চাইলে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বাংলামেইলকে জানান, দলীয় দায়িত্বের আওতায় মনোনীত প্রার্থী আবু বকর ছিদ্দিকের পক্ষে প্রচারণা চালাতেই কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমদের আগামীকাল বুধবার মহেশখালী সফরের কথা রয়েছে। তিনি অভিযোগ করেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আলমগীর ফরিদ অনুসারীরা তাকে বাধা দেয়ার চেষ্টা করছে।

প্রসঙ্গত, উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মহেশখালীতে ভোটগ্রহণ হবে। আগামী ২৭ ফেব্রুয়ারি চকরিয়া, পেকুয়ায় ভোটগ্রহণ হলেও বিখ্যাত আদিনাথ মন্দিরের মেলার কারণে দুদিন পিছিয়ে মহেশখালীতে ভোট গ্রহণ করা হবে ১ মার্চ। তবে ভোট গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে প্রশাসন।

মহেশখালীতে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আনোয়ার পাশা চৌধুরী, বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক, জামায়াত সমর্থিত আলহাজ্ব জাবের আহামদ চৌধুরী, বিএনপির বিদ্রোহী প্রার্থী হাবিব উল্লাহ হাবিব, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হোসাইন ইব্রাহিম, নাগরিক কমিটি সমর্থিত আবদুল খালেক চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া