adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মূল ঘটনা ধামাচাপা দিতেই জেএমবি সদস্যকে ক্রসফায়ার

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্যকে ক্রসফায়ারের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্রসফায়ারের মাধ্যমে পুরো ঘটনাকে ধাপাচাপা দেয়ার প্রক্রিয়া চলছে। গোটা বিষয়টাকে ধামাচাপা দিতেই ক্রসফায়ার দেয়া হয়েছে।’
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। যে সমস্ত নেতারা কারাভোগ করেছেন তাদের মুক্তির পর জিয়ার মাজারে ফুল দিতে আসেন ফখরুল।
আসামি ছিনতাইসহ জঙ্গি তৎপরতার পুরো বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, ‘জেএমবির ওই সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে আরো তথ্য পাওয়া যেত। তবে ক্রসফায়ার দেয়ায় মানুষের মধ্যে এখন প্রশ্ন তৈরি হয়েছে।’

এসময়, প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাইয়ের ঘটনার কঠোর সমালোচনা করেন তিনি। নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
প্রধানমন্ত্রী কক্সবাজারে বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘একাত্তর সালে পাকবাহিনী যেভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ সরকারও একইভাবে গুলি করে মানুষ হত্যা করছে।’
ফখরুল বলেন, ‘আমরা শপথ নিয়েছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে এ সরকারকে বাধ্য করবো সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন দিতে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া