adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোটগ্রহণ শেষে গণনায় এগিয়ে বিএনপি

রংপুর: ভোটগ্রহণ শেষে গণনা চলছে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে। রাত সাড়ে ৮টা পর্যন্ত গণনায় এগিয়ে রয়েছেন আনারস প্রতীকে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মণ্ডল।   

সোমবার সকাল ৮টা থেকে টানা ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে শুরু হয় গণনা।

রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলায় ১০৬ কেন্দ্রের মধ্যে পাওয়া যায় ৫৮টির ফলাফল। এতে বিএনপি সমর্থিত প্রার্থী নুর মোহাম্মদ মণ্ডল আনারস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৯শ’ ৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন বকুল কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৭শ’ ভোট।

বিএনপি-আওয়ামী লীগ সমর্থিত এ দুই প্রার্থী ছাড়াও চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেসকোয়ারা হাবিব মুক্তি। তিনি মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। প্রতিটি কেন্দ্রেই চোখে পড়ার মতো ভিড় দেখা গেছে ভোটারদের।

পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৫ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে মোট ১৫ প্রার্থী।
গত ১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণের আগের দিন ২০ ফেব্রুয়ারি পীরগঞ্জে (রংপুর-৬) দশম জাতীয় সংসদের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় সেখানে ভোটগ্রহণ হয়নি। পরে ২৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া