adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ‘ঢাকা এ্যাটাক’

 ঢাকা: দেশে প্রথম বারের মতো পুলিশ থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ঢাকা এ্যাটাক’ নির্মাণ করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা দীপঙ্কর দীপন। এ উপলক্ষ্যে রবিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকম অডিটোরিয়ামে এক সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেডের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন গোয়েন্দা বিভাগের মনিরুল ইসলাম ও নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষে থ্রী হুইলার্সের লিমিটেডের চেয়ারম্যান মো: আলি হায়দার।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায়, বিশিষ্ট অভিনেতা হাসান ইমাম, থ্রী হুইলার্সের চেয়ারম্যান মো: আলি হায়দার, ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটির পরিচালক দীপঙ্কর দীপনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, ‘ঢাকা মহানগরীর অধিবাসীরা কতটা নিরাপদ কিংবা নিরাপত্তা প্রদানে পুলিশ কতটা পেশাদারিত্ব পালন করে তা হয়তো এখনো অনেক মানুষের অজানা। এ জন্য শুধুমাত্র প্রচার সর্বস্ব কোন কিছু নির্মাণ না করে পুলিশের কার্যক্রমকে বাস্তব সম্মত ভাবে এ চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে। এতে করে পুলিশের উপর জনগণের আস্থা আরো বাড়বে।
এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, আগামী সেপ্টেম্বরে প্রিমিয়ার শো’র মাধ্যমে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। পাশাপাশি চলচ্চিত্রটি যদি সকলের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে সিক্যুয়াল তৈরি করার কথাও বলেন।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দোপাধ্যায় বলেন, ‘ছবিটি যেন প্রামাণ্য চিত্র না হয়ে যায়, স্ক্রিপ্ট যেন খুব ভালো হয়, প্রস্তুতি যেন খুব গুরুত্ব সহকারে  গ্রহণ করেন অভিনেতা অভিনেত্রীরা। এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে।’
অনুষ্ঠানে ‘ঢাকা এ্যাটাক’ চলচ্চিত্রটি সর্ম্পকে পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘পুলিশ সর্ম্পকে ভুল ধারণা দূর করার জন্য, এবং জনগণের সঙ্গে সর্ম্পক আরোও ভালো করার লক্ষ্যেই এই চলচ্চিত্রটি। যারা আমাদের জন্য রাতদিন জেগে কাজ করছেন তাদের জন্য এটি সুখবর। অন্যান্য ছবির অল্প দৃশ্য দেখে সবাই বলে দিতে পারে এর পর কি হবে, কিন্তু এই ছবিটি সর্ম্পকে কোন ধারণা করা যাবে না, যদি না ছবিটি শেষ পযর্ন্ত দেখেন।’
তিনি আরোও বলেন, ‘পুলিশের কাজ করার গতির সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরবে, কোথাও স্থির থাকবে না। এটি একটি চ্যালেঞ্জ। পুলিশের মধ্যে থেকে অভিনেতা অভিনেত্রী নির্বাচন করে প্রশিক্ষনের মাধ্যমে শ্যুটিং শুরু করা হবে।’
পূজা সেনগুপ্তের উপস্থাপনায় প্রযোজনা প্রতিষ্ঠান থ্রী হুইলার্সের পক্ষে চেয়ারম্যান মো: আলি হায়দার বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে পুলিশকে নিয়ে নানা ধরনের চলচ্চিত্র নির্মাণ করা হয়, কিন্তু আমাদের দেশে নয়। তাই সেখান থেকেই পুলিশকে নিয়ে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণের চিন্তাটা আসে।’
উল্লেখ্য, প্রায় ১৩০ মিনিটের এই চলচ্চিত্রটিতে পুলিশের কর্যক্রম সর্ম্পকে নানা তথ্য প্রদানের পাশাপাশি থাকবে অ্যাকশন দৃশ্য, সামাজিক মূল্যবোধ, পারিবারিক সংঘাত এবং মানবিক প্রেমের সর্ম্পকসহ অনেক কিছু।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া