adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের শাস্তি কমাতে মুশফিকের আর্জি

ঢাকা: দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে ছাড়া এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ খেলতে হবে বলে দারুণ হতাশ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। সেজন্য পাঁচ জাতির টুর্নামেন্টটি শুরুর আগে সাকিবের তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি কমানোর জন্য বিসিবির নিকট অনুরোধ করেছেন মুশফিক।

আগামী ২৬ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু অভিযাত্রা শুরু করবে স্বাগতিক বাংলাদেশ। তাই টুর্নামেন্ট মাঠে গড়ানোর পূর্বে সাকিবের শাস্তি কমাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে অনুরোধ জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
রোববার ঢাকা সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন,‘সাকিব অপরাধ করায় শাস্তি পেয়েছে। এটা নিয়ে আমাদের কোন আপত্তি নেই। তবে এশিয়া কাপের জন্য, দেশের ক্রিকেটের জন্য, দলের ভালোর জন্য- আমরা বিসিবি সভাপতি নাজমুল হামান পাপনের কাছে সাকিবের শাস্তি কমাতে এ আবেদন জানাচ্ছি।’
মুশফিক আরো বলেন, ‘সাকিব দলে থাকলে আমাদের দেশের ক্রিকেটের জন্য মঙ্গল হয়। তাছাড়া তামিম চোটের কারণে বাদ পড়েছে। আমি নিশ্চিত নই যে কিপিং করতে পারব কি না। মাশরাফি ভাইও ইনজুরি সমস্যায় ভুগছেন। তাই দলের কথা বিবেচনা করেই এই অনুরোধ করছি আমি।’
সাকিবের শাস্তি কমালে ভবিষ্যতে তা কোন নেতিবাচক প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন,‘ আমরা ব্যক্তি সাকিবের জন্য আবেদন করছি না। এশিয়া কাপে দল যেন ভালো করে সেই কথা চিন্তা করেই এই আবেদন। অন্য কোন উদ্দেশ্য নয়। তবে এটা সম্পূর্নভাবে বিসিবির সিদ্ধান্তের একটি বিষয়।’ সাকিব ছাড়া বাংলাদেশ খেলতে পারবে কি না- বিষয়টিতে মুশি বলেন, ‘সাকিব থাকলে তা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। কেননা সে না থাকলে তার জায়গায় দুই জনকে খেলাতে হয়। কিন্তু সে না থাকলেও মাঠে নামার জন্য প্রস্তুত আমরা।’
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া