adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তওবা প্রধানমন্ত্রীর জন্য প্রযোজ্য: বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তওবা প্রযোজ্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির  রিজভী আহমেদ। তিনি বলেছেন, “অন্যকে  তওবা করতে বলে  উনি (প্রধানমন্ত্রী)নিজেই তা করতে চাচ্ছেন।”

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ‘তওবা করুন আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না’ শনিবার আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “ক্ষুব্ধ ভাষায় কথা বলে প্রধানমন্ত্রী নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চান। বৃহত্তর একটি বিরোধীদলের কথা না  শুনে তিনি এক দেশের সমর্থনে দেশ চালাচ্ছেন। তওবা তার জন্যই প্রযোজ্য।”

তিনি বলেন, “উনার বাবা (শেখ মুজিব) একজন আদর্শিক রাজনৈতিক। আমরা তাকে অনেক সম্মান করি। প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, তা তিনি কোথায় থেকে শিখেছেন আমরা জানি না। উনি ছয় বছর দেশের বাইরে ছিলেন। সেখানকার কোন স্কুল থেকে তিনি এমন আচরণ শিখছেন তা আমরা জানি না।”

রিজভী বলেন, “ভোটারশূন্য নির্বাচনের তথাকথিত বিজয়ের গর্বে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সরকার উন্মাদ হয়ে পড়েছে। আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেই আতঙ্কে এখন তারা ‘কম্পোজিট সন্ত্রাসের’ কাঠামো নির্মাণ করছে। সেই জন্যে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় খুন-গুম করা হচ্ছে।”

অঘোষিত কারফিউ দিয়ে সরকার বর্তমানে দেশ চালাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিকভাবে প্রধান  দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ইসি তার বির্তকিত ও আজ্ঞাবাহী ভূমিকার কারণে জনগণের নিকট ন্যূনতম আস্থার জায়গাটি হারিয়েছে। তারা অবৈধ সরকারের টাইপিস্টের ভূমিকা পালন করছে। নির্বাহী বিভাগ থেকে যে হুকুমনামা জারি করা হয়, ইসি তা অক্ষরে অক্ষরে পালন করে।”

তিনি অভিযোগ করে বলেন, “সরকারি দল সমর্থক প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও সন্ত্রাসীদের দৌরাত্মের বিষয়ে কমিশনের কাছে অভিযোগ করলেও তা ‘অরণ্যে রোদন’ হয়ে দাঁড়ায়। কোনো প্রতিকার পাওয়া যায় না।”   

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “নির্বাচন না করে নির্বাচনের ফলাফল ছিনতাই করতে চায় সরকার। বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটছে। কেরানীগঞ্জের ১৯  দল সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন মাস্টারের ওপর কয়েক দফা হামলা চালানো হয়েছে।”

“এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা স্পষ্ট বলতে চাই কোনো রকম উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন দায়ী থাকবে,” যোগ করেন তিনি।

এই সময় গয়েশ্বর বলেন, “প্রধানমন্ত্রীর কথা বার্তায় উনি লজ্জা না পেলেও জনগণ লজ্জা পায়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, তথ্য বিষয়ক সম্পাদক  হাবিব উল্লাহ হাবিব, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবদুস সালাম আযাদ ও নাজিম উদ্দিন  মাস্টার প্রমুখ।ঢাকা: বিএনপি চেয়ারপারসন নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য তওবা প্রযোজ্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির  রিজভী আহমেদ। তিনি বলেছেন, “অন্যকে  তওবা করতে বলে  উনি (প্রধানমন্ত্রী)নিজেই তা করতে চাচ্ছেন।”

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, ‘তওবা করুন আর কোনোদিন মিথ্যা কথা বলবেন না’ শনিবার আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর এ বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, “ক্ষুব্ধ ভাষায় কথা বলে প্রধানমন্ত্রী নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে চান। বৃহত্তর একটি বিরোধীদলের কথা না  শুনে তিনি এক দেশের সমর্থনে দেশ চালাচ্ছেন। তওবা তার জন্যই প্রযোজ্য।”

তিনি বলেন, “উনার বাবা (শেখ মুজিব) একজন আদর্শিক রাজনৈতিক। আমরা তাকে অনেক সম্মান করি। প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেন, তা তিনি কোথায় থেকে শিখেছেন আমরা জানি না। উনি ছয় বছর দেশের বাইরে ছিলেন। সেখানকার কোন স্কুল থেকে তিনি এমন আচরণ শিখছেন তা আমরা জানি না।

রিজভী বলেন, “ভোটারশূন্য নির্বাচনের তথাকথিত বিজয়ের গর্বে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সরকার উন্মাদ হয়ে পড়েছে। আর যাতে ক্ষমতা হারাতে না হয় সেই আতঙ্কে এখন তারা ‘কম্পোজিট সন্ত্রাসের’ কাঠামো নির্মাণ করছে। সেই জন্যে ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের ঠাণ্ডা মাথায় খুন-গুম করা হচ্ছে।”

অঘোষিত কারফিউ দিয়ে সরকার বর্তমানে দেশ চালাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সাংবিধানিকভাবে প্রধান  দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু ইসি তার বির্তকিত ও আজ্ঞাবাহী ভূমিকার কারণে জনগণের নিকট ন্যূনতম আস্থার জায়গাটি হারিয়েছে। তারা অবৈধ সরকারের টাইপিস্টের ভূমিকা পালন করছে। নির্বাহী বিভাগ থেকে যে হুকুমনামা জারি করা হয়, ইসি তা অক্ষরে অক্ষরে পালন করে।”

তিনি অভিযোগ করে বলেন, “সরকারি দল সমর্থক প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও সন্ত্রাসীদের দৌরাত্মের বিষয়ে কমিশনের কাছে অভিযোগ করলেও তা ‘অরণ্যে রোদন’ হয়ে দাঁড়ায়। কোনো প্রতিকার পাওয়া যায় না।”   

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “নির্বাচন না করে নির্বাচনের ফলাফল ছিনতাই করতে চায় সরকার। বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটছে। কেরানীগঞ্জের ১৯  দল সমর্থিত প্রার্থী নাজিম উদ্দিন মাস্টারের ওপর কয়েক দফা হামলা চালানো হয়েছে।”

“এই বিষয়ে প্রশাসনকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আমরা স্পষ্ট বলতে চাই কোনো রকম উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে তার জন্য সংশ্লিষ্ট প্রশাসন দায়ী থাকবে,” যোগ করেন তিনি।

এই সময় গয়েশ্বর বলেন, “প্রধানমন্ত্রীর কথা বার্তায় উনি লজ্জা না পেলেও জনগণ লজ্জা পায়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদ, তথ্য বিষয়ক সম্পাদক  হাবিব উল্লাহ হাবিব, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, যুবদলের জেষ্ঠ্য সহ-সভাপতি আবদুস সালাম আযাদ ও নাজিম উদ্দিন  মাস্টার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া