adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাইট্রাস জাতীয় খাবার রুখবে স্ট্রোক

সাইট্রাস জাতীয় খাবার ভিটামিন-সি এর উৎস৷ এই জাতীয় খাবার স্ট্রোকের সম্ভাবনা রুখতে সক্ষম৷ নতুন এক গবেষণায় উঠে এল এমনই এক তথ্য৷ ভিটামিন-সি মূলত পাওয়া যায় বিভিন্ন ধরনের লেবু, পেঁপে, ব্রকোলি, স্ট্রবেরি ইত্যাদি ফলে৷

এই গবেষণায় ৬৫ জন কে নিয়ে একটি পরীক্ষা করা হয় যাদের মস্তিষ্কের স্ট্রোক বা রক্তবাহ ভাঙনের সমস্যায় আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা রয়েছে৷ এদের আরও ৬৫ জন সম্পূর্ণ সুস্থ ব্যাক্তির সঙ্গে তুলনা করা হয়৷ এদের প্রত্যেকের রক্তে ভিটামিন-সি এর মাত্রা পরিমাপ করা হয়৷ এদের মধ্যে ৪১শতাংশ ক্ষেত্রে ভিটামিন-সি এর মাত্রা যথাযথই ছিল, ৪৫ শতাংশের মধ্যে হ্রাসপ্রাপ্ত মাত্রা লক্ষ করা গেছে এবং বাকি ১৪ শতাংশের মধ্যে ভিটামিন-সি এর মাত্রার ঘাটতি দেখা গেছে৷

ফ্রান্সের পন্টচাইল্লু ইউনির্ভাসিটি হাসপাতালের এমডি এবং এই গবেষণমার মুখ্য গবেষক স্টিফেন ভ্যান্নিয়ের জানিয়েছে, ভিটামিন-সি এর ঘাটতির ফলেই মারাত্মক আকারের স্ট্রোকের সম্ভাবনা দেখা যায়৷ এছাড়াও উচ্চ রক্তচাপের প্রবণতা, মদ্যপানের অভ্যেস, ওজন বৃদ্ধির ফলেও এই রোগের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে৷ তিনি আরও জানান, ভিটামিন-সি কোলাজেন সৃষ্টিতে সাহায্য করে৷ কোলাজেন মূলত একপ্রকারের প্রোটিন যা হাড়, চামড়া ও টিস্যুতে পাওয়া যায়৷

এই গবেষণাটি ফিলেডেলফায়ায় অনুষ্ঠিত আমেরিকান অ্যাকাডেমি অফ নিউরোলজির ৬৬তম বার্ষিক অধিবেশনে উপস্থাপন করা হবে৷- ওয়েবসাইট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া