adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে উদীচী বোমা হামলার আসামি খুন

যশোর: যশোরে চাঞ্চল্যকর উদীচী বোমা হামলা, দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল হত্যা ও লাউজানি ফোর মার্ডার মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (৪০) খুন হয়েছেন।
শনিবার সকালে শহরতলীর মুরলি রেলক্রসিং এলাকার একটি পুকুরপাড় থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। শুক্রবার মধ্যরাতে তাকে হত্যা করা হয়।
সাইফুল শহরের শংকরপুর বলাডাঙ্গা এলাকার জেহের আলীর ছেলে। তিনি পেশায় গাড়িচালক। তবে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে চোরাচালানে যুক্ত ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, পেশায় গাড়ি চালক সাইফুল স্থানীয় এক ব্যক্তির সঙ্গে চোরাচালানে যুক্ত থাকার ‍সুবাদে ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এঘটনার জের ধরে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, নিহত সাইফুল যশোরের শীর্ষ সন্ত্রাসী ও চোরাচালানী হাসান-মিজান সিন্ডিকেটের অন্যতম সদস্য ছিলেন। তিনি যশোরের আলোচিত উদীচী বোমা হামলা, দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুল হত্যা, ঝিকরগাছার লাউজানি ফোর মার্ডার মামলার আসামি।

১৯৯৯ সালের ৬ মার্চ রাতে যশোর টাউন হল ময়দানে উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষে দিনের সাংস্কৃতিক উনুষ্ঠানে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে। এতে ১০ জন নিহত এবং আহত হয় প্রায় ২০০ জন। ঘটনার দিন যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।
তদন্ত শেষে ২৪ জনকে অভিযুক্ত করে সিআইডি পুলিশ চার্জশিট জমা দেয়। এ ঘটনায় ৬৭ জনকে সাক্ষী করা হয়। অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১ জন সুপ্রিমকোর্টের মাধ্যমে অব্যাহতি পান। আর ২৩ জন অভিযুক্তকে যশোর আদালত খালাস দেন।
এ রায়ের বিরুদ্ধে ২০০৬ সালের ৯ জুলাই উদীচীর কেন্দ্রীয় সংসদের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে মামলা পুনঃতদন্তের আবেদন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া