adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ গুনীজনের হাতে একুশে পদক

ঢাকা: দেশের ১৫ গুণী ব্যক্তির হাতে তুলে দেয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কার ‘একুশে পদক’।

রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।

পরে পদকপ্রাপ্তদের পরিচিতি পাঠ করা হয়। এরপর প্রধানমন্ত্রী তাদের হাতে একুশে পদক তুলে দেন। পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন এক লাখ টাকা, ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র দেয়া হয়।

পদক প্রদান শেষে প্রধানমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দেন।

গত ১১ ফেব্রুয়ারি একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে সংস্কৃতি মন্ত্রণালয়।

এ বছরের পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে শামসুল হুদা ও ডা. বদরুল আলম (মরণোত্তর), সাংবাদিকতায় গোলাম সারওয়ার, শিক্ষায় ড. অনুপম সেন, শিল্পকলায় কেরামত মওলা, রামকানাই দাশ, এসএম সোলাইমান ও সমরজিৎ রায় চৌধুরী, ভাষা ও সাহিত্যে বিপ্রদাস বড়ুয়া, বেলাল চৌধুরী, রশিদ হায়দার, জামিল চৌধুরী ও আব্দুস শাকুর, সমাজসেবায় ডা. মজিবুর রহমান এবং গবেষণায় ড. এনামুল হক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া