adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিল্পাঞ্চল তৈরির ব্যাপারে আলোচনা চলছে

ঢাকা: স্বল্পোন্নত দেশগুলোর জন্য কোটা ও শুল্কমুক্ত সুবিধা দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগে’র (সিপিডি) এক সেমিনারে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, শিল্পাঞ্চল তৈরির ব্যাপারে কথা চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করা হয়েছে। খুব তাড়াতাড়ি এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, ‘৪২ বছর ধরে ক্রমাগত উন্নতির দিকে গিয়েছে দেশের অর্থনীতি। আমাদের ভবিষ্যতে অনেক কিছুই করতে হবে। এজন্য এখন থেকেই সচেতন হওয়া উচিত। আমাদের শিল্পকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রযুক্তির  আধুনিকায়ন করতে হবে। তাছাড়া তৈরি পোশাক খাতের জন্য আলাদা একটি অঞ্চল তৈরির পরিকল্পনাও আমাদের আছে।’

তোফায়েল বলেন, ‘চলতি অর্থবছরে আমাদের রপ্তানি আয় হবে ৩০.৫ বিলিয়ন মার্কিন ডলার। ২০২১ সালে আমাদের এ লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।’

এদিকে দেশের গার্মেন্টস খাতের উন্নয়নে ‘টেকনোলজি আপগ্রেডেশন ফান্ড’ করার দাবি করেছে দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তাদের মতে, এ খাতের উন্নয়নে নতুন নতুন প্রযুক্তি যেমন দরকার তেমনি নতুন প্রযুক্তির ক্ষেত্রে সরকারকেও সহায়তা দেয়া জরুরি।

সেমিনারে বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘বিশ্বের ক্রেতা জোটগুলো এরই মধ্য বাংলাদেশে গার্মন্টসের অবকাঠামোগত দিকগুলো পরিদর্শন করছে। তারা বাংলাদেশের গার্মেন্টস খাতে বারবার গ্রিন টেকনোলজি ব্যবহারের ওপর জোর দিয়ে আসছে, যদিও এসব পণ্য ব্যবহার ব্যয়বহুল ‘

এসব পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক হার কমানোরও দাবি করেন তিনি। তাই সরকারকে আগামী বাজেটে এ বিষয় নিয়ে আলোচনার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের গার্মেন্টস খাত প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তবে সেটা কাটিয়ে উঠতে চেষ্টা করা হচ্ছে। এরই ফল হিসেবে বাংলাদেশে নিম্নতম মজুরি কাঠামো করা হয়েছে।’

পার্শ্ববর্তী দেশগুলোর হিসেব দেখিয়ে তিনি বলেন,‘আমরাও অন্যান্য দেশের মান অনুযায়ী এ মজুরি কাঠামো করেছি।’

তিনি বলেন, ‘সারা বিশ্ব গার্মেন্টসের উন্নয়নের ওপর জোর দিচ্ছে। তাই বাংলাদেশও বর্তমানে সেইদিকে এগিয়ে যাচ্ছে। একইভাবে পণ্যের মান উন্নয়নে আরো গুরুত্ব দেয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে।’

এ বিষয়ে বিজিএমইর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘বর্তমানে গার্মেন্টসের অবকাঠামোগত আধুনিকায়নের ওপর জোর দেয়া হচ্ছে। তবে বর্তমানে ক্রেতা জোটগুলো আধুনিকায়নের নামে বাংলাদেশকে যেসব শর্ত  দিয়েছে তা বাংলাদশের প্রেক্ষাপটে সম্ভব নয়। তাদের এসব শর্ত পরিপালন করতে গেলে এ খাত ধ্বংসের মুখে পড়বে।

তার মতে, সার্বিকভাবে এ খাতের উন্নয়নের পূর্ব শর্ত হলো দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি বন্দরের আধুনিকায়ন, হাইওয়ে ও এর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন।

সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সারা বিশ্ব এখন নতুন টেকনোলজির ওপর গুরুত্ব দিয়ে আসছে। সে ক্ষেত্রে বাংলাদেশেকেও সময়ের সাঙ্গে এ বিষয় ভাবতে হবে।নতুন টেকনোলজি মানে নতুন নতুন পণ্যের উৎপাদন। তবে উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে সামাজিক উন্নয়ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

গোলটেবিল বৈঠকে সিপিডির সন্মানীয় গবেষক ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অতিরিক্ত গবেষণা পরিচালক মোয়াজ্জেম হোসনসহ দেশী বিদেশী বিশেষজ্ঞরা অংশ নেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া