adv
১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপের ১৫ দেশের চূড়ান্ত দল

দুবাই: বাংলাদেশে পরের মাস থেকেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর ৷ প্রত্যেক দলেরই চূড়ান্ত দল জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ ফেব্রুয়ারি৷ সেই ডেডলাইন মতোই প্রত্যেক দল তাদের ক্রিকেটারদের নামের তালিকা জমা দিলেও, আইসিসি-র কাছে বাড়তি কিছু দিনের এক্সটেনশন চেয়ে নিয়েছে জিম্বাবুয়ে৷ সেই অনুরোধ মঞ্জুরও করা হয়েছে আইসিসি-র পক্ষ থেকে৷ গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবছরও প্রায় একই দল ধরে রেখেছে৷ কারণ ২০১২ চ্যাম্পিয়ন দলের সঙ্গে এবছর ১২ জন ক্রিকেটারকেই রেখে দেয়া হয়েছে টি-২০ বিশ্বকাপের দলে৷ ১৬টি দেশ নিয়ে এবছর টি-২০ বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ থেকে৷



মিরপুরে উদ্বোধনী ম্যাচে আয়োজক বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান৷ সুপার ১০ স্টেজে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ২১ মার্চ মিরপুরের শের ই-বাংলা স্টেডিয়ামেই৷ টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১৬টি দেশের মধ্যে ১৫টি দেশের চূড়ান্ত ১৫ জনের ক্রিকেটারদের তালিকা হলো এইরকম:



বাংলাদেশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), আল আমিন হোসেন, এনামুল হক, ফরহাদ রেজা, মাহমুদুল্লাহ, মাশরাফি মর্তুজা, মমিনুল হক, নাসির হোসেন, আবদুর রাজ্জাক , রুবেল হোসেন, সাব্বির রহমান, শামসুর রহমান, সাকিব আল হাসান, সোহাগ গাজী ও তামিম ইকবাল।



ভারত:  মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বরুণ অ্যারন, স্টুয়ার্ট বিন্নি, শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, আজিঙ্কা রাহানে, রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, মোহাম্মদ সামি, মোহিত শর্মা, রোহিত শর্মা ও যুবরাজ সিং৷



আফগানিস্তান: মোহাম্মদ নবি (অধিনায়ক), আসগার স্ট্যানিকজাই, দৌলত জাদরান, গুলবাদিন নায়েব, হামিদ হাসান, হামজা হোটাক, করিম সাদিক, মিরওয়ায়েস আশরাফ, নাজিবুল্লাহ তারাকি, নাজিবুল্লাহ জাদরান, নাওরোজ মঙ্গল, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ শেহজাদ, শাফিকুল্লাহ ও শাপুর জাদরান৷



অস্ট্রেলিয়া: জর্জ বেইলি (অধিনায়ক), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, ন্যাথান কুটার-নাইল, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, ব্র্যাড হ্যাডিন, ব্র্যাড হজ, ব্র্যাড হগ, মিচেল জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস মুরহেড, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন ও ক্যামেরন হোয়াইট।



ইংল্যান্ড: স্টুয়ার্ট ব্রড (অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসনান, জস বাটলার, জেড ডার্নব্যাচ, অ্যালেক্স হলস, ক্রিস জর্ডান, মাইকেল লাম্ব, মঈন আলি, ইয়ন মর্গান, স্টিফেন প্যারি, জো রুট, বেন স্টোকস, জেমস ট্রেডওয়েল ও লুক রাইট।



হংকং: জেমি অ্যাটকিনসন (অধিনায়ক), আইজাজ খান, মার্ক চ্যাপমান, এহসান নাওয়াজ, হাসিব আমজাদ, বাবর হায়াত, ইরফান আহমেদ, রয় লামসাম, মুনির দার, নাদিম আহমেদ, নাজিব উমর, নিজাকত খান, কিঞ্চিৎ শাহ, তানবীর আফজাল ও ওয়াক্কাস বরকত৷



আয়ারল্যান্ড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যালেক্স কিউস্যাক, জর্জ ডকরেল, এড জেয়স, অ্যান্ডি ম্যাকব্রাইন, টিম মুর্তাঘ, কেভিন ও’ব্রায়েন, নেইল ও’ব্রায়েন, অ্যান্ড্রু পয়েন্টার, জেমস শ্যানন, ম্যাক্স সোরেনসন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন ও ক্রেগ ইয়ং৷



নেপাল: পরস খাড়কা (অধিনায়ক), প্রদীপ আইরি, প্রীথু বাস্কোটা, বিনোদ ভাণ্ডারি, নরেশ বুধায়ার, শক্তি গাউচান, সোমপাল কামি, অবিনাশ কর্ণ, সুবাশ খাকুরেল, জ্ঞ্যানেন্দ্র মাল্লা, জীতেন্দ্র মুখিয়া, সাগর পান, বসন্ত রেগমি, শরদ ভেসাবকার ও রাহুল বিশ্বকর্মা৷



নেদারল্যান্ডস: পিটার বোরেন (অধিনায়ক), ওয়েসলি ব্যারেসি, লোগান ভ্যান বীক, মুদাসসর বুখারি, বেন কুপার, টিম গ্রুজিটার্স, টিম ভ্যান ডার গুগটেন, টম হেগেলম্যান, ভিভিয়ান কিংঙ্গমা, এহসান মালিক, স্টিফেন মাইবার্ঘ, মাইকেল রিপন, পিটার সিলার, মাইকেল সোয়ার্ট ও এরিক সোয়ারকিনস্কি।



নিউজিল্যান্ড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, অ্যান্ট ডেভিচিচ, মার্টিন গুপতিল, রনি হিরা, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, কাইল মিলস, কলিন মুনরো, জেমস নিশাম, লুক রঞ্চি, টিম সাউদি, রস টেলর ও কেন উইলিয়ামসন৷



পাকিস্তান: মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, বিলাওয়াল ভাট্টি, জুনায়েদ খান, কামরান আকমল, সাঈদ আজমল, শহিদ আফ্রিদি, শার্জিল খান, শোয়েব মালিক, শোয়েব মাকসুদ, সোহেল তানবীর, মোহাম্মদ তালহা, উমর আকমল, উমর গুল ও জুলফিকর বাবর৷



দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিন, হাশিম আমলা, জেপি ডুমিনি, বিউরান হেন্ড্রিক্স, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যালবি মর্কেল, মর্নি মর্কেল, ওয়েন পার্নেল, অ্যারন ফাঙ্গিসো, ডেল স্টেইন ও লওনাবো সতসবি।



শ্রীলঙ্কা: দীনেশ চান্দিমাল (অধিনায়ক), তিলেকরত্নে দিলশান, রঙ্গনা হেরাথ, মাহেলা জয়বর্ধনে, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, অজন্তা মেন্ডিস, কুশল পেরেরা, থিসারা পেরেরা, সিক্কুজি প্রসন্ন, কুমার সাঙ্গাকারা, সচিত্র সেনানায়েকে ও লাহিরু থিরিমান্নে।



সংযুক্ত আরব আমিরাত: খুররম খান (অধিনায়ক), আহমেদ রাজা, আমজাদ আলি, আমজাদ জাভেদ, আসাদুল্লাহ শরিফ, ফয়জান আসিফ, কামরান শেহজাদ, মঞ্জুলা গুরুগে, মোয়াজ কাজি, রোহন মুস্তাফা, স্বপ্নিল পাতিল, রোহিত সিং, শাদিপ সিলভা, শেমান আনোয়ার ও বিক্রান্ত শেট্টি।



ওয়েস্ট ইন্ডিজ: ড্যারেন স্যামি (অধিনায়ক), স্যামুয়েল বদ্রী, ডোয়েন ব্র্যাভো, জনসন চার্লস, শেল্ডন কটরেল, অ্যান্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, সুনীল নারাইন, দীনেশ রামদিন, রবি রামপল, অ্যান্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ক্রিশমার সান্তোক্, লেন্ডল সিমন্স ও ডোয়াইন স্মিথ৷ সূত্র: ওয়েবসাইট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া