adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গর্ভবতী হওয়ায় ২১০ বৃটিশ নারী সৈনিককে দেশে ফেরত

লন্ডন:  গর্ভবতী হওয়ায় আফগানিস্তান ও ইরাকের যুদ্ধক্ষেত্র থেকে অন্তত ২০১ নারী বৃটিশ সৈনিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা অধিদফতরের এক কর্মকর্তার বলেন, “২০০৬ সাল থেকে এখন পর্যন্ত আফগানিস্তান হতে মোট ৯৯ জন এবং ২০০৩-০৯ পর্যন্ত ইরাক থেকে ১০২ জন নারী সেনা সদস্যকে ব্রিটেনে ফেরত পাঠানো হয়েছে। এই সংখ্যা দেশ দুটিতে মোট নিযুক্ত নারী সেনা সদস্যদের ১ শতাংশেরও কম।”
তিনি আরো বলেন, “নারী সেনারা গর্ভবতী হলেই কমান্ডাররা তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা গ্রহণে করেন।”  যুদ্ধক্ষেত্রে নিয়োজিত ব্রিটিশ সেনা সদস্যদের যে কোনো প্রকারের শারীরিক সম্পর্কে জড়ানো নিষেধ। নিষেধাজ্ঞা অমান্য করে সেনা সদস্যরা যুদ্ধক্ষেত্রে শারীরিক সম্পর্কে জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে দেশটির সেনা আইনে। পদমর্যাদা অনুযায়ী উধ্বর্তন কর্মকর্তারা তাদের শাস্তি নির্ধারন করেন।
এ প্রসঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, “একসঙ্গে অনেকদিন থাকলে এই বিধ্বংসী এবং ভীতিকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে কেউ শারীরিক সম্পর্কে জড়াতেই পারে। এটি বিস্ময়কর নয়। তবে এই পরিণাম এবং ভয়াবহতা সম্পর্কে বেশিরভাগ সদস্যই জ্ঞাত রয়েছে।”
তিনি আরো বলেন, “বেশিরভাগ সদস্যই এই ভয়াবহ পরিণামের কথা চিন্তা করে দেশ ছাড়ার আগেই সঙ্গী বা সঙ্গীনির সঙ্গে যৌন সম্পর্কে জাড়ান। এর থেকেই নারী সদস্যরা গর্ভধারণ করেন এবং পরে যুদ্ধক্ষেত্রে এসে এটি জানা যায়।”
এদিকে যুদ্ধক্ষেত্রে মোতায়েনের আগে নারীদের প্রেগনেন্সি টেস্টের (গর্ভধারন সংক্রান্ত পরীক্ষা) কোনো নিয়ম নেই ব্রিটিশ প্রতিরক্ষা বিভাগে। তাদের মতে, এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ব্রিটেনের প্রতিরক্ষা অধিদফতর মনে করছে যে এই পরীক্ষা প্রয়োজনীয় হয়ে পড়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী, কোনো গর্ভবতী নারী সেনা সদস্যকে কোনো অবস্থাতেই যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে না। কিন্তু যুদ্ধক্ষেত্রে মোতায়েনের আগে কোনো প্রেগনেন্সি টেস্টের বিধান নেই। শুধুমাত্র মেডিকেল কর্মকর্তারা নারীদের মৌখিকভাবে এ বিষয়ে জিজ্ঞাসা করবেন। ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এক কমান্ডার বব স্টুয়ার্ড বলেন, “হঠাৎ করে এই ধরনের পরীক্ষার নির্দেশ সেনা সদস্যদের দেয়ার আগে চিন্তার বিষয় আছে। এছাড়া কোনো নারী সেনা সদস্যের গর্ভধারণ নিশ্চিত হলে তাকে পুরো কার্যক্রম থেকে নিস্কৃতি দেয়া হয়। সুতরাং এটি উচিত নয়।” অপর এক মেজর জেনারেল জুলিয়ান থমাস বলেন, “বিষয়টি অবশ্যই সংবেদনশীল। তবে যুদ্ধক্ষেত্রে আসার আগে সেনা সদস্যদের শতভাগ শারীরিক সুস্থতা প্রয়োজন।” বৃটিশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র বলেন, “গর্ভবতী নারী সেনা সদস্যদের তাদের শারীরিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশে ফেরত পাঠানো হয়। এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়।” সূত্র: দেশে বিদেশে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া