ঢাবিতে বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত
ঢাকা: ‘বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনেরাবিলিটি স্টাডিজের তত্ত্বাবধানে বিভিন্ন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে ‘সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবা’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অস্ট্রেলিয়া ভলান্টিয়ারস ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এভিআইডি), জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা), কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা), ইউনাইটেড নেশনস ভলান্টিয়ারস (ইউনভি), ভলান্টারি সার্ভিসেস ওভারসিস (ভিএসও) এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে উপর্যুক্ত সংগঠনের নির্ধারিত প্রতিনিধিরা তাদের নিজস্ব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন।
পরে প্রতিনিধিরা একটি ‘স্বেচ্ছাসেবী মেলায়’ অংশ নেয়। ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের (আইডিএমভিএস) পরিচালক ড. মাহবুবা নাসরীন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পৃথিবী থেকে দারিদ্রের দুষ্টচক্র ও অসমতাকে দূর করতে স্বেচ্ছাশ্রম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাই আমাদের উচিৎ এগিয়ে আসা।’