adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সরকারের বক্তব্য যুক্তরাষ্ট্রকে কাছে টানার উদ্দেশ্যে

ঢাকা: আল কায়েদার ভিডিওবার্তা নিয়ে সরকারের দেয়া বক্তব্যকে কুরুচিপূর্ণ উদ্ভট ও অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার জন্যই সরকার এ ধরনের বক্তব্য দিচ্ছে বলে দলটির দাবি। সোমবার দুপুর বারোটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভোটারবিহীন নির্বাচন সারাবিশ্ব প্রত্যাখান করছে। মার্কিন সিনেটে এটা নিয়ে আলোচনা হয়েছে। তারা অতিদ্রুত নির্বাচনের জন্য বলেছে। এ অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার জন্যই সরকার এ ধরনের বক্তব্য দিচ্ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের বিরুদ্ধে এটা নতুন চক্রান্ত শুরু হয়েছে। যখন এধরনের বিষয় সামনে নিয়ে আসা হয় তখন দেশকে বড় ধরনের হুমকির দিকে ঠেলে দেয়া হয়।’
এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ফখরুল।
তিনি বলেন, ‘যেখানে ভিডিওটির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলছেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি, সেখানে এ বিষয় নিয়ে সরকারের মন্ত্রীগণ, কতিপয় নেতা, বিরোধী দল বিশেষ করে তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপিকে জড়িয়ে এমন সব কথা বলছেন, যা শুধু অযৌক্তিক ও মিথ্যা নয়, হাস্যকরও।’
‘জাওয়াহিরি বিএনপি-জামায়াতের তত্ত্বাবধানে এদেশে তিনবার এসেছিলেন। জাওয়াহিরি খালেদাকে আশ্বস্ত করেছেন-আমরা আছি’ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় তাকে আশ্বস্ত করার যেহেতু প্রশ্ন ওঠে না এবং তাদের আন্দোলনের ফসল অসাংবিধানিক ফখরুদ্দিন-মঈনুদ্দিনের শাসনামলের বেশির ভাগ সময় যেহেতু তিনি কারাগারে ছিলেন সেহেতু বোঝা যায় যে কৃষিমন্ত্রীর কথিত জাওয়াহিরির সেই তিনটি সফরের ঘটনা ঘটেছে আওয়ামী লীগের এই শাসনামলে। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের প্রধান নেতা জাওয়াহিরির মতো একজন ব্যক্তি একবার দুইবার নয় তিন-তিনবার বাংলাদেশ সফর করলেন অথচ বিশ্বের কোনো মিডিয়া কিংবা দেশ-বিদেশের কোনো গুপ্তচর সংস্থা তা জানতেই পারলো না এটা কে বিশ্বাস করবে।’
এতোদিন সরকার এ ব্যাপারে কোনো ব্যবস্থা কেন নেয়নি এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটা কৃষিমন্ত্রী এতদিন গোপনই বা রাখলেন কেন এমন প্রশ্ন করেন ফখরুল।
‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিতে হবে’ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘তার বক্তব্যে গোটা বিষয়টির মূল উদ্দেশ্য প্রকাশিত হয়েছে।’
ফখরুল বলেন, ‘প্রার্থী, ভোটার ও ভোটবিহীন নির্বাচনী প্রহসনকে গোটা গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করায় আল কায়দার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে পক্ষে টানাই যে ক্ষমতাসীনদের মূল উদ্দেশ্য-এটা আর গোপন থাকলো না। এটাই হলো গোটা প্রচারণা এবং বিএনপির বিরুদ্ধে বিষোদগারের মূল উদ্দেশ্য। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে।’
তিনি বলেন, ‘সরকার পরিচালনার পথকে বাধাহীন করার লক্ষ্যে গণতান্ত্রিক বিশ্বকে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনের নামে পাশে টানার অপপ্রয়াস চালাচ্ছে সরকার। অবাধ তথ্যপ্রবাহ এবং আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে সরকারি প্রভাব খাটিয়ে দেশের কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করে দেশের জনগণকে সাময়িকভাবে বিভ্রান্ত করা গেলেও বিশ্ব জনমতকে বিভ্রাস্ত করা যাবে না। সরকার যত দ্রুত এই সত্য বুঝবে ততই তা দেশের এবং তাদের নিজেদের জন্য ভালো।’
বিএনপি সন্ত্রাস ও জঙ্গিবাদকে কখনো প্রশ্রয় দেয়নি-দেয় না বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আন্তর্জাতিক যেকোনো সন্ত্রাসী আগ্রাসন থেকে মাতৃভূমি বাংলাদেশকে মুক্ত রাখা দেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তির দায়িত্ব। এই দায়িত্ব ঐক্যবদ্ধভাবে পালন করার ক্ষেত্রে প্রস্তুত করার পরিবর্তে দলীয় রাজনৈতিক স্বার্থে দেশ ও জনগণকে বিভক্ত করার আত্মঘাতী ষড়যন্ত্র থেকে বিরত থাকার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
উল্লেখ্য, সম্প্রতি আলকায়েদা নেতা আয়মন আল-জাওয়াহিরির একটি ভিডিও বার্তা অনলাইনে প্রচার হয়েছে। এই ভিডিও বার্তায় আল কায়েদা নেতা বাংলাদেশিদের ভারতীয় উপমহাদেশ এবং পশ্চিমের ইসলাম বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া