adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় মদদে উ. কোরিয়ায় অসংখ্য মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ

পিয়ংইয়ং: দীর্ঘ এক বছর অনু্সন্ধানের পর উত্তর কোরিয়ায় ঘটে যাওয়া অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের প্রমাণসহ একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। সোমবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

দেশটির সরকারের এসব অপরাধের বিচার হবে বলে এ প্রতিবেদনে আশা প্রকাশ করা হয়েছে।  

এ প্রতিবেদনে জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলের বিশেষঙ্গরা বলেন, “উত্তর কোরিকার জনগণকে অবর্ণনীয় অত্যাচার সহ্য করতে হয়েছে।”  

এ প্রতিবেদনের অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়ার সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন, রাজনৈতিক পীড়ন, দাসত্বে বাধ্যকরণসহ আরো অসংখ্য মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছে সরকার।

বিবিসি তাদের এক অনলাইন প্রতিবেদনে জানায়, কোন দেশের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘনের ওপর  এতো তথ্য প্রমাণসমৃদ্ধ  প্রতিবেদন এর আগে জাতিসংঘের কোনো প্রতিনিধি দল  এর আগে আর প্রকাশ করেনি।

এ প্রতিবেদনে ব্যতিক্রমধর্মী কিছু নিষ্ঠুর নির্যাতনের কথা উঠে এসেছে। যেমন- নিজের সন্তানকে নিজে ডুবিয়ে হত্যা করতে মাকে বাধ্য করা, শিশুদের বন্দি করে অনাহারে রাখা, বিদেশী ধারাবাহিক নাটক দেখার কারণে পুরো পরিবারের ওপর শারিরীক নির্যাতন চালানো ইত্যাদি।

বিশেষজ্ঞরা বলেন, “প্রতিবেদনের শত শত পৃষ্ঠা জুড়ে পাওয়া যাবে আরও অসংখ্য রাষ্ট্রীয় সন্ত্রাসের নমুনা।”

অন্যদিকে, বার্তা সংস্থা এপি এ প্রতিবেদনটির কিছু অংশ নিয়ে উত্তর কোরিয়ার সরাসরি সম্পৃক্ততায় অসংখ্য শারীরিক নির্যাতন ও মৃত্যুর সংবাদ প্রকাশ করেছে।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাসিত নেতারা কিম রাজবংশের নিপীড়নের অসংখ্য তথ্য তারা বিভিন্ন সময়ে প্রকাশ করেছে। তথ্যমতে, কিম রাজবংশ প্রায় ১০ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে জেলে আটক রেখে নির্যাতন চালিয়ে যাচ্ছে। এছাড়া রাষ্ট্রকে রাজবংশ সমর্থক ও অসমর্থক এ দুই দলে বিভক্ত করেছে।

তদন্তকারী দলটি এ প্রতিবেদনকে কেন্দ্র করে আন্তর্জাতিক আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে। আগামী মাসে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপিত হবে বলে জানা গেছে।

আন্তর্জাতিক আদালতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো মামলা উত্থাপিত হলে তার বিপরীতে ভেটো দিতে পারে চীন। কারণ, চীনের সঙ্গে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া