adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ কর্মকর্তাসহ ৬ গ্রেফতার নিয়ে র‌্যাব-পুলিশ মুখোমুখি

সাভার: সাভারে ডলার ও স্বর্ণ ব্যবসায়ীদের ‘জিম্মি করে মুক্তিপণ দাবির’ অভিযোগে র্যা বের হাতে আটক পুলিশের এক কর্মকর্তাসহ ছয় জনকে দুই দিনের রিম্যান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

এদিকে পুলিশ কর্মকর্তাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইন ছাড়াও র‌্যাব সদস্যদের ওপর আক্রমণ ও সরকারি কাজে বাধা দেবার অভিযোগে সাভার মডেল থানায় পৃথক দুটি মামলা ও রিম্যান্ডে নেয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের দুটি সংস্থার মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।

ঘটনাটি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাজানো বলে সন্দেহ করেছেন সাভার থানার ওসি মোস্তফা কামাল।প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিন্ন দাবি করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দীপক চন্দ্র সাহা।

অন্যদিকে গ্রেফতারদের ডলার পাচারকারী দলের সদস্য দাবি করে র‌্যাব বলছে, ঘটনাটি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে পুলিশ। অন্য কোনো সংস্থাকে দিয়ে ঘটনার তদন্ত দাবি করেছে তারা।

গত শুক্রবার মধ্যরাতে র‍্যাবের অভিযানে গ্রেফতার হন সাভার মডেল থানার সহকারী উপ পরিদর্শক ফাজিকুল ইসলাম, সাবেক সেনা সদস্য ও পুলিশের সোর্সসহ ছয়জন।

গ্রেফতার পুলিশ কর্মকর্তার কাছ থেকে একটি পিস্তল ও ১৩টি গুলি, সাবেক সেনা সদস্যের কাছে একটি পিস্তল ও চারটি গুলি এবং অন্যদের কাছে তিনটি চাপাতি ও দুটি হাতকড়া উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, র‌্যাবের মামলা দুটি সাজানো। কারণ মামলায় ঘটনার সময় রাত ৩ টা ৪০ উল্লেখ করে বলা হয় পুলিশ কর্মকর্তা ও তার সোর্সের হামলায় আহত হয়েছে র‌্যাবের ক্যাপ্টেন নাহিদ আল আমীন। অথচ এনাম মেডিকেলের রেজিষ্টারে তার ভর্তির সময় রাত ১১ টা ১০ মিনিট ও অসুস্থ্যতার কারণ সড়ক দুর্ঘটনাজনিত বলে উল্লেখ রয়েছে।

গ্রেফতার পুলিশ কর্মকর্তা ফাজিকুল জিজ্ঞাসাবাদে বলেছেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে তিনি সাতক্ষীরা থেকে আসা বিপুল পরিমাণ হুন্ডির টাকাসহ একজনকে আটক করেন।মুহূর্তেই সাদা পোশাকে র‌্যাব পরিচয়ে একদল লোক তাদের গ্রেফতার করেন।পরে ব্যাগটি ক্যাপ্টেন নাহিদ নিয়ে যান।যাতে ১৭ লাখ টাকার ডলার ছিল বলে পরে জানতে পারেন তিনি।

তিনি আরো দাবি করেন,পুলিশের হাতে র‌্যাব সদস্যদের আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।বরং তাদের আটক করে র‌্যাবের গাড়িতে করে ঢাকায় নেয়ার সময় ক্যাপ্টেন নাহিদ মোটরসাইকেলে পিছু পিছু যাবার পথেই দুর্ঘটনার কবলে পড়েন।পরে তাকে এনাম মেডিকেল কলেজ হয়ে সিএমএইচে নেয়া হয়।

তবে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক হাবিবুর রহমান বলেছেন, প্রকৃত ঘটনাই মামলার এজাহারে উল্লেখ রয়েছে। গ্রেফতারকৃতরা ঘ্টনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে বলে জানান তিনি

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া