adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল-কায়েদা ইস্যুতে আমেরিকাকে কাছে টানতে চায় সরকার: বিএনপি

ঢাকা: সরকার আল কায়েদার কথা বলে আমেরিকাকে কাছে টানার কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

সোমবার দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফখরুল এ মন্তব্য করেন। এসময় দলটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, “অবাধ তথ্যপ্রযুক্তির যুগে সরকার কিছু মিডিয়াকে অসত্য প্রচারে বাধ্য করছে। বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না এবং কখনোই দেবে না। আল-কায়েদার কথিত ভিডিও বার্তার সঙ্গে বিএনপির কোনো যোগসূত্র নেই।”

সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “কাউকে খুশি করার জন্য কোনো বক্তব্য দেয়ার আগে ভাবতে হবে তার কথার যৌক্তিকতা কতটুকু।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিএনপি দেশে চলমান হত্যা, গুমের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। বিএনপির নেতাকর্মী ও আলেম-ওলামাদের গুম ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।” এসবের বিরোধিতা করলে যদি আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকে তাহলে অনেক দলই এর অন্তর্ভুক্ত হবে বলেও মন্তব্য করেন ফখরুল।

তিনি বলেন, “আমেরিকাসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশ ও মানবাধিকার সংগঠনগুলো অন্যায় ও মানবাধিকার পরিপন্থী কাজের প্রতিবাদ করছে। সঙ্গত কারণেই সবাই বাংলাদেশকে একটি বৃহৎ কারাগার বলছে।”

প্রসঙ্গত, গত শনিবার আল-কায়েদা প্রধান আয়মান আল জাওয়াহিরির কথিত এক অডিও-ভিডিও বার্তায় বাংলাদেশকে বৃহৎ কারাগার উল্লেখ করে এদেশে জিহাদের ডাক দেয়া হয়। এরপর থেকে আওয়ামী লীগ নেতারা এই ভিডিও বার্তার সঙ্গে বিএনপি, জামায়াত ও হেফাজতের যোগসূত্রতা খোঁজেন। রোববার সংসদেও এ ব্যাপারে তুমুল আলোচনা হয়। জামায়াত-হেফাজতের পক্ষ থেকে আল-কায়েদার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে আগেই জানানো হয়েছে। এ ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আজ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া