adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আল-কায়েদার ভিডিও নিয়ে মাহবুবের সন্দেহ

ঢাকা: আল-কায়েদার নামে প্রচারিত ভিডিও বার্তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জে. মাহবুবুর রহমান। তিনি বলেছেন, ‘যদি এরকম হয় তবে তা তদন্ত করা দরকার। ঘটনার সঙ্গে  কারা জড়িত তাদের তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা করতে হবে।’

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলন আয়োজিত ‘বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অব. হানিফসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে’ এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি জঙ্গিবাদে বিশ্বাস করে না। যারা জঙ্গিবাদ করে তারা ইসলামের শত্রু। আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে, তবে সত্যিই যদি এটা জঙ্গিবাদের অংশ হয় তা আবিষ্কার করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান সংসদ হলো অন্তঃসারশূন্য। কেননা সংসদে যারা প্রতিনিধিত্ব করছে তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। যেহেতু মানুষ তাদের সঙ্গে নেই তাই তারা ভয়ের সঙ্গে আছে। এজন্য তারা মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করছে। যারা এরকম করে তারা কাপুরুষ। তাদের এরকম আস্ফালন মিথ্যাচারী।’

তিনি বলেন, ‘আমাদের আত্মপ্রত্যয় এবং আত্মবিশ্বাসকে আঘাত হানার চেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে, বিএনপির নেতারা আন্দোলনের মনোবল হারিয়ে ফেলেছেন। কিন্তু যতই বাধা আসুক না কেন বিএনপি আন্দোলন থেকে পেছপা হবে না।’

তিনি সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘মেজর হাফিজের কী অপরাধ যে তার মতো একজন মুক্তিযোদ্ধাকে জেলে বন্দি করে রাখা হয়েছে।’

মাহবুবুর রহমান বলেন, ‘ভারতবর্ষে একমাত্র বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে। আর এর মূলমন্ত্র হলো গণতন্ত্র। কিন্তু গণতন্ত্র আজ বিপদগ্রস্ত।’

তিনি বলেন, ‘সকলের উচিত গণতন্ত্র বাঁচাও এই শ্লোগান ধারণ করা। তাহলে দেশ বাঁচবে, মানুষ বাঁচবে।’

আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু,  স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতউল্লা,বাস্তুহারা দলের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও পল্টন থানা যুবদলের সভাপতি মাসুদ রানা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া