adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও পরাজয়ের বেদনা

আউট হয়ে ফিরে আসছেন এনামুল। জয় মাঠে রেখে বাংলাদেশের ব্যাটসম্যানরা এভাবেই ফিরে এলেন একে একে। ছবি: রয়টার্স।৪৩ ওভারে করতে হবে ১৮১। ওভারপ্রতি ৪.৫০ তুললেই চলে। ইনিংসের শুরুতেই লাসিথ মালিঙ্গার ছোবলে দলের শূন্য রানে এনামুল হক ফিরলেও শামসুর রহমান ও মুমিনুল হক এগোচ্ছিলেন দুরন্ত গতিতেই। জয়টা মনে তখন হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। হঠাত্ বদলে গেল ম্যাচের রং। ১৪.৩ ওভারে ১ উইকেটে ৭৮ থেকে ৩৫.৩ ওভারে ৮ উইকেটে ১৬১—এই ২১ ওভারে ৮৩ রান তুলতেই বাংলাদেশ খোয়ালো ৭ উইকেট। মুশফিকুর রহিম আশার সলতে জ্বালিয়ে রাখলেন বহুক্ষণ। কিন্তু শ্রীলঙ্কার অধিনায়কের বলে ২৭ করা বাংলাদেশ অধিনায়ক কেন নিজের মূল্যবান উইকেটটি অমন বিলিয়ে দিয়ে এলেন, সে প্রশ্ন বহুদিন ভাসবে মিরপুরের বাতাসে। নইলে কি আর ১৬৭ রানে অলআউট হতে হয়! ১৩ রানের পরাজয়ের যাতন সইতে হয় বাংলাদেশের!

বাংলাদেশ দলে বড় ট্র্যাজেডির নাম শামসুর রহমান। ম্যাচ চলার সময় শ্রীলঙ্কার সাবেক অল-রাউন্ডার রাসেল আরনল্ড টুইট করেছেন, ‘শামসুর শোয়িং সাম ক্লাস!! গ্রেট নক…!!’ আরনল্ডের স্তুতিবাক্যের সঙ্গত কারণ রয়েছে। স্ট্রোকের পসরা সাজিয়ে কি দুরন্ত গতিতেই না এগোচ্ছিলেন শামসুর! ঝটপট ছুঁলেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে অর্ধশতক। কিন্তু এমনই দুর্ভাগ্য, ৬২ রানে কাটা পড়লেন অদ্ভুত এক রান আউটে। তাঁর আউটের সিদ্ধান্ত দিতে থার্ড আম্পায়ারকে সময় নিতে হলো বেশ কিছুক্ষণ।

বাংলাদেশ বারবার ক্যাচ হাতছাড়া করলেও শ্রীলঙ্কার ক্ষেত্রে ঠিক উল্টো। আরেকভাবে বললে, শ্রীলঙ্কার দুর্দান্ত ফিল্ডিংয়ের কাছেই বাংলাদেশ হারল আজ। এনামুলের ক্যাচটি প্রথমে সেনানায়েকের হাত গলে বেরিয়ে গেলেও অ্যাঞ্জেলো ম্যাথুস ঠিকই হাতে জমিয়ে ফেললেন। পয়েন্টে দিলশান যে ফিল্ডিং করলেন তা এক কথায় অসাধারণ! কিংবা কিথুরুয়ান ভিথানাগে সোহাগ গাজীর যে ক্যাচটি নিলেন সেটিও বা কম কিসে! মোদ্দা কথা, বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের বিপরীতে শ্রীলঙ্কা যে অসাধারণ ফিল্ডিংয়ের অনুপম নিদর্শন রাখল, তা ক্রিকেটপ্রেমীদের বহুদিন স্মৃতিতে জমে থাকতে বাধ্য।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া