adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইআরএফ নির্বাচন: সুলতান সভাপতি সাজ্জাদ সাধারণ সম্পাদক

ঢাকা: ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ)নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সুলতান মাহমুদ বাদল। আর সাধারণ সম্পাদক হয়েছেন সাজ্জাদুর রহমান।

শুক্রবার আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন বিএফইউজের (একাংশ) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।

পাঁচটি পদে ভোটা-ভুটি হয়েছে। ১৫৯ ভোটারের মধ্যে ১৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।  সভাপতি পদে সুলতান মাহমুদ বাদল (অর্থনীতি প্রতিদিন) পেয়েছেন ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদ হোসেন পেয়েছেন ৫৭ ভোট এবং মনোয়ার হোসেন (বাসস) পেয়েছেন ২০ ভোট। সহ-সভাপতি পদে ৮১ ভোট পয়ে নির্বাচিত হয়েছেন শাহনেওয়াজ (আলোকিত বাংলাদেশ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুনীতি বিশ্বাস (অর্থসূচক) পেয়েছেন ৬০ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজ্জাদুর রহমান (ডেইলি স্টার)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ সরকার (নয়াদিগন্ত) পেয়েছেন ৬৪ ভোট। সর্বাধিক ৮২ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম (ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ আলম (এটিএন বাংলা) পেয়েছেন ৫৬ ভোট। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল্লাহ (বিডিনিউজ২৪ ডটকম)। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৭৩টি। এ পদে ৬৬টি ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কবির (ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন- বদিউল আলম (নিউজ টুডে), বখতিয়ার রানা (বাসস), জীবন ইসলাম (ভোরের কাগজ) ও নাজমুল হক (মানবকণ্ঠ)।

এর আগে সকালে সংগঠনের বিদায়ী সভাপতি খাজা মাঈনুদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিম হারমাছির পরিচালনায় দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। আর্থিক প্রতিবেদন পাঠ করেন বিদায়ী অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া