adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি

ঢাকা: বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধে উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে অবিলম্বে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ বার কাউন্সিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বারকাউন্সিলের ভাইস চেয়ারম্যান  সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

রোববার বেলা ১ টায় বার কাউন্সিল ভবন মিলনায়তনে  আয়োজিত এক সংবাদ সম্মেরনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সুপ্রীম কোর্টের একজন বিচারপতির নেতৃত্বে বাংলাদেশ বার কাউন্সিল, জাতীয় প্রেসক্লাব, মানবাধিকার সংস্থা নিয়ে অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে এবং স্বল্প সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জনগনের সামনে প্রকাশ করতে হবে।’

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘যদি তদন্ত কমিটি গঠন করা না হয় তাহলে জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বিষয়টি আর্ন্তজাতিক পর্যায়ে উপস্থাপন করতে আমরা বাধ্য হবো।’

খন্দকার মাহবুব বলেন, ‘এ সরকারের সময়  ২০০৯ সালে ২২৯ জন,২০১০ সালে ১৩৩ জন,২০১১ সালে ১০০ জন,২০১২ সালে ৯১ জন ২০১৩ সালে ৭১ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪ জনসহ মোট ৬৬৮জনের  বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে বলেছে বলেও উল্লেখ করেন তিনি।’

এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আগ্রাসী ভূমিকা পালন করছে। তারা কোনো আইন, সংবিধান কোনোটাই মানছে না।’

তিনি বলেন, ‘নিম্ন আদালত সরকারের ইচ্ছার বাইরে কোনো রায় দিতে পারছে না। যার ফলে বিচার বিভাগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

তিনি বলেন, ‘কিছু অযোগ্য, অদক্ষ ব্যক্তিকে দলীয় বিবেচনায় সুপ্রীম কোর্টের বিচারপতি নিয়োগ করে বিচার বিভাগকে দলীয় করণ করার চেষ্টা করছে।’

বিএনপি ক্ষমতায় আসলে বিচার বিভাগের ওপর কোনো নগ্ন হস্তক্ষেপ করা হবে না বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কাউন্সিলের নির্বাচিত সদস্য অ্যাডভোকেট হাফিজুর রহমান, কাইমুল হক প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া