adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মন্ত্রিসভায় জাপা না গেলে ভালো হতো

ঢাকা: মন্ত্রিসভায় জাতীয় পার্টি না গেলে ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধামন্ত্রীর ‍বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সংসদের জাতীয় পার্টির বিরোধী দলের প্রাণবন্ত ভূমিকা অব্যহত থাকবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘সরকারের সমালোচনা করা এবং ভালো কাজের প্রশংসা করা বিরোধী দলের কাজ। আমরা এটা করতে পারলে সরকার জন্য উপকার এবং জনগণও আমাদের কথা শুনতে পারবে।’

কঠিন মুহূর্তে জাতীয় পার্টি শক্তিশালী বিরোধী দলের ভূমিকা রাখবে কি না এমন প্রশ্নের জবাবে সাবেক এ সেনাশাসক বলেন, ‘সবার মনে সংশয় রয়েছে, আমার মনেও রয়েছে, তবে প্রধানমন্ত্রী মনে করেন ঐক্যমতের সরকারে থেকে আমরা সরকারের বিরোধিতা করতে পারি।’

এ ক্ষেত্রে এরশাদের মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জন্য কঠিন প্রশ্ন, সরকারের মন্ত্রিত্ব না নিলে ভালো হতো, যেহেতু মন্ত্রিত্ব নেয়া হয়েছে, এখন ঐক্যমতের সরকার হিসেবে সরকারের সমালোচনা করা আমাদের কর্তব্য  হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বিশেষ এ দূত বলেন, ‘আমি জাতীয় সংসদের সংসদীয় কমিটির চেয়ারম্যান হব না, জাপার অন্য কেউ হবেন। কারণ আমি বিভিন্ন দেশ ঘুরবো, যেহেতু প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে।’

জাতীয় পার্টিতে অভ্যন্তরীণ বিভেদ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘জাতীয় পর্টির মধ্যে কোনো বিভেদ নেই। জাতীয় পাটির প্রতিষ্ঠাতা আমি.  জাতীয় পার্টি মানেই লাঙ্গল। আগামী নির্বাচনেও লাঙ্গলই প্রতীক হবে। এই প্রতীক বরাদ্দ দেয়ার দায়িত্ব আমার। যত দিনে বেঁচে থাকবো এ দায়িত্ব আমার।’

দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর এরশাদ অন্য কাউকে লাঙ্গল প্রতীক না দেয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘এই স্কুলের সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত ছিলাম। এই স্কুলের সাফল্য আমাকে আনন্দিত করে। ব্যর্থতা আমাকে কষ্ট দেয়।’

নিজেকে খেলোয়াড় দাবি করে তিনি বলেন, ‘খোলধূলা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। আমি দীর্ঘদিন খেলাধূলার সঙ্গে জড়িত ছিলাম।’

ভারাক্রান্ত হৃদয়ে তিনি বলেন, ‘আমি আর ঢাকার এমপি নই। আমি এখন রংপুরের এমপি। তাই এই স্কুলের সঙ্গে আমার সম্পর্ক কিছুটা ছিন্ন হয়েছে, এতে আমি আহুত হয়েছি। তবে এ বিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ থাকবে।’  তিনি বলেন,‘আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, ধ্বংসের জন্য নয়।’

প্রসঙ্গত, এমপি হিসেবে এরশাদ এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, অধ্যক্ষ ও স্কুলের সদস্য সচিব লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত ) মো. বশীরউদ্দিন এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া