adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লোকসভায় ‘নজিরবিহীন’ হট্টগোল, ১৮ সদস্য বরখাস্ত

দিল্লি: লোকসভায় ‘নজিরবিহীন’ সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে লোকসভা থেকে ১৮ সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। লোকসভা ও রাজ্যসভা আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বহুল আলোচিত তেলেঙ্গানা বিলটি ভারতের লোকসভায় পেশ করা হয়েছে। বিল উত্থাপনের পরপরই সংসদে বেধে যায় তীব্র হট্টগোল। বিলটির পক্ষের ও বিপক্ষের সংসদ সদস্যরা একে অপরের সঙ্গে লিপ্ত হয় হাতাহাতিতে, নিক্ষেপ করে মরিচের গুঁড়া।

লোকসভা ও রাজ্যসভা আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঘটনাটির কিছু গুরুত্বপূর্ণ ধাপ নিম্নরুপ-

দুপুর ১.১৫টা- লোকসভার স্পিকার মীরা কুমার আজকের দিনটিকে গণতন্ত্রের ‘কালো দিন’ হিসেবে আ্যাখ্যায়িত করেছেন। অন্যদিকে, তৃণমূল পার্টি লোকসভায় তেলেঙ্গনা বিলে উত্থাপনকে অসাংবিধানিক বলেছেন।

দুপুর ১টা- নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য ১৮ সংসদ সদস্যকে বহিষ্কার। বহিষ্কৃতদের মধ্যে ১১জন হলেন কংগ্রেসের, দুইজন ওয়াই এসআর, অন্য পাঁচজন টিডিপিপর।

দুপুর ১২.৪৫- তেলেঙ্গনা বিলটি পেশ করা হয়েছে। এটা নিশ্চিত করে কপিল সিব্বল।

দুপুর ১২.৪০- পিপারে স্প্রে অসুস্থ হয়ে পড়ে মিডিয়া কর্মীরা।

দুপুর ১২.৩৫- লোকসভা ও রাজ্যসভা উভয়ই দুপুর ১২টা পর্যন্ত স্থগিত। অন্যদিকে, রাজ্যসভার মাইক ভেঙে ফেলার চেষ্টা করেন টিডিপির রমেশ।

দুপুর ১২.৩০- টিডিপি সাংসদ বেনুপোপাল রেড্ডি বিলটি উত্থাপন করার সময় ছুরি বের করেছিলেন বলে সূত্র জানায়

দুপুর ১২.২০- টিডিপি সাংসদ বেনুগোপাল রেড্ডি সেক্রেটারি জেনারেলের মাইক ভেঙ্গে ফেলেছেন। অন্যদিকে, কাচের গ্লাস ভেঙেছেন রাজা গোপাল।

দুপুর ১২.১৫- প্রকাশ্যে পেপার স্প্রে চালায় রাজাগোপাল।



দুপুর ১২.১২- তিনজন সংসদ সদস্যকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



দুপুর ১২.৮- কিছু সংসদ সদস্য সাংসদ ওয়ালের মধ্যে ঢুকে চেয়ারম্যানের মাইক ভাঙার চেষ্টা করেন।



দুপুর ১২.৫- বিশৃঙ্খলার জন্য লোকসভা স্থগিত।



দুপুর ১২.৩- সংসদ সদস্যদের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু। পেপারে স্প্রেতে সংসদ সদস্যরা চোখ ঢেকে কাশতে শুরু করেন।



দুপুর ১২.২- রাজাগোপাল বিলটি পেশ করার পর লোকসভায় পেপার স্প্রে ছড়ায়।



দুপুর ১২.০০- স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে লোকসভায় তেলেঙ্গনা বিল উত্থাপন করেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া