adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেটে টেকসই উন্নয়ন গুরুত্ব পাবে

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘বাজেট হবে জেন্ডার সংবেদনশীল ও পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়নকে গুরত্ব দিয়ে।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব প্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্র  ‘সেন্টার অন বাজেট এন্ড পলিসি’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন তিনি।

ড. আতিউর বলেন, ‘বাংলাদেশের বর্তমান জাতীয় বাজেটগুলোতে জেন্ডার সংবেদনশীলতা, পরিবেশ বান্ধব, টেকসই উন্নয়ন ইত্যাদি বেশ গুরুত্ব পাচ্ছে, যা একটি দেশের উন্নয়নে বেশ গুরত্বপূর্ণ।’

গভর্নর বলেন, একটি বাজেটে সরকারের ৫ বছরের  উন্নয়ন পরিকল্পনা, দর্শন নিহিত থাকে। একটি দেশের উন্নয়ন,  সঠিক পরিকল্পনা, সরকারের দূরদর্শী চিন্তা চেতনা বাজেটে প্রতিফলিত হবার ফলেই সম্ভব হয়। এ বছরের বাজেট তৈরির কাজ ইতিমধ্যে  শুরু হয়ে গেছে, বাজেটে জেন্ডার সংবেদনশীলতা, পরিবেশ বান্ধব, টেকসহ উন্নয়নকে গুরুত্ব দেয়া হবে।

তিনি আরো বলেন, ‘বাজেট আমাদের জাতীয়, পারিবারিক ও ব্যক্তি জীবনে খুবই গুরত্বপূর্ণ। বাজেটের মতো গুরত্বপূর্ণ বিষয় নিয়ে বাংলাদেশে গবেষণা প্রবণতা খুব বেশি দেখা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রটি বাজেট নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে গবেষণা করবে। এই কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে বাজেট নিয়ে গবেষণা, চিন্তা ভাবনা, ক্যাম্পেইন করার ক্ষেত্র তৈরি হলো।’

গভর্নর আরো বলেন, ‘অতীতে বাজেট নিয়ে গবেষণা খুব কম হতো, এখন আশা করি সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি বাজেট নিয়ে গবেষণা করে জটিল বাজেটকে সহজভাবে বুঝতে সাহায্য করবে।’

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি বাজেট নিয়ে কাজ, গবেষণা, চিন্তা ভাবনা করে জাতীয় উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রোবায়েত উল্লাহ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বাজেট হল সরকার ও জনগণের মধ্যে সম্পর্কের চলমান দলিল। সেই দলিল বাস্তবায়ন করতে হলে বাজেটে  শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষাক্ষেত্রে বড় ধরনের সংস্কারের জন্য বাজেট বাড়ানোর বিকল্প নেই। শিক্ষাক্ষেত্রে সংস্কার করা না হলে  মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন দুষ্কর হয়ে পড়বে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে প্রাথমিকে ড. কুদরত-এ- খুদার  একমুখী শিক্ষানীতি চালু করতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশের  জাতীয় উন্নয়নে কর্মসংস্থান বান্ধব বাজেট প্রণয়ন করতে হবে, যাতে দেশে বেকার সমস্যা না থাকে। শিক্ষিত কোনো যুবককে বেকারত্বের ঘানি না বহন করতে হয়। 

তিনি বলেন, ‘বাংলাদেশের বাজেট নিয়ে গবেষণায় সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের বই ‘ইনক্লুসিভ ফাইনান্স অ্যান্ড সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট’ এর মোড়ক উন্মোচন করা হয়। সব শেষে বইটির ওপর আলোচনা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া