adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশকে জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেব না

গাজীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ আমরা কঠোর হস্তে দমন করেছি। দেশের মাটিকে কোনভাবেই জঙ্গিবাদের লীলাক্ষেত্র হতে দেব না। জঙ্গিবাদকে কোনো ভাবেই প্রশ্রয় দেয়া হবেনা।’

বুধবার সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৪তম জাতীয় সমাবেশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলা করতে আমরা প্রস্তুত। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশ্রুতি অনুযায়ী দেশের জন্য কাজ করে যাব।’

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সাহস নিয়ে নিজের দায়িত্ব পালন করবেন। জনগণের প্রতি ভালোবাসা পাবেন। আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।’

তিনি বলেন, ‘দেশে যাতে কোনভাবেই জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের জনগণকেও সতর্ক থাকতে হবে।’

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরে পৌঁছান। তার আগমনে সফিপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তিনি প্রথমে ইয়াদ আলী প্যারেড রাউন্ডে আনসার সদস্যদের কুচকাওয়াচ ও সালাম গ্রহণ করেন। এরপর প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ১৯৮০ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠন করা হয়। এরপর থেকে প্রতিবছর এ দিনে বাহিনীটির সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া