adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

তাজরীন চেয়ারম্যানের জামিন বাতিলের আবেদন

ঢাকা: তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতার জামিন বাতিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট খন্দকার আবদুল মান্নান এ আবেদন করেন। আবদেনটি গৃহীত হলেও শুনানির তারিখ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর গত ১০ ফেব্রুয়ারি তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তার মিতাকে জামিন দেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন পলাশ এ আদেশ দেন।
আদেশে মাহমুদা আক্তারকে প্রতি রোববার আদালতে হাজিরা দেয়ার শর্ত দেয়া হয়। এছাড়া ২০ হাজার টাকা মুচলেকা নেয়া হয়। পাশাপাশি মাহমুদা আক্তার একজন নারী ও তার শিশু সন্তান রয়েছে এমন বিষয়ও বিবেচনায় নেয়া হয়।
এর আগের দিন তাজরীনের মালিক এমডি দেলোয়ার হোসেন ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহমুদা আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। জেল হাজতে পাঠানোর পরেরদিনই জামিন পাওয়ায় নানা প্রশ্ন ওঠে। এ জামিনকে অস্বাভাবিক জামিন বলে অভিহিত করেন অনেক।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি হিসেবে প্রাণ হারান ১১১ জন শ্রমিক। এ ঘটনায় আহত হয় আরো ৫ শতাধিক শ্রমিক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া