এরশাদ-রওশনের বিবাদ আরো স্পষ্ট
ঢাকা: এরশাদের ডাকা জাতীয় পার্টির বুধবারের বর্ধিত সভায় দলের ৩৪ জন সংসদ সদস্যের মাত্র চারজন উপস্থিত থাকায় ক্ষুব্ধ হয়েছেন তিনি৷ তিনি বলেন, যারা তার নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন৷ ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টির অংশ নেয়া বা না নেয়া নিয়ে এরশাদ এবং তার স্ত্রী রওশন এরশাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়৷ শেষ পর্যন্ত জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদেরই জয় হয়৷ তার মত অনুযায়ী নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি৷ এরশাদের মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশে সাড়া মেলে না৷ এখন জাতীয় পার্টি ৩৪ জন সংসদ সদস্য নিয়ে বিরোধী দলে থাকলেও, একই সঙ্গে তারা মন্ত্রিত্বও নিয়েছেন৷ এছাড়া, রওশন বিরোধী দলীয় নেত্রী হলেও এরশাদ হয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত৷ কিন্তু বুধবার সাংগঠনিক জেলার প্রতিনিধিদের নিয়ে ঢাকায় জাতীয় পার্টির বর্ধিত সভায় হতাশ হয়েছেন পার্টির প্রধান এইচ এম এরশাদ৷ কারণ তিনি এই সভা ডাকলেও সেখানে ৩৪ জন সংসদ সদস্যের মাত্র চারজন উপস্থিত ছিলেন৷ ছিলেন না রওশন এরশাদও৷ তাই এরশাদ বলেছেন, যারা তার নির্দেশ অমান্য করে ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়েছেন তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন৷ তাই তিনি সবাইকে ফিরে আসার আহ্বান জানান৷ আর যারা সরকারের মন্ত্রিত্ব পেয়েছেন, তাদের উদ্দেশে এরশাদ বলেন, “গর্ব করে বলি না, আমি যেখানে আছি, সেখানে জাতীয় পার্টি থাকবে৷ আমি না থাকলে থাকার কোনো প্রশ্ন নেই৷ সামান্য মোহ বা পদের কারণে এই বন্ধন ছিন্ন করা যাবে না৷'' তিনি বলেন, ‘‘আমি নির্বাচনটা করিনি, আমি নির্দেশ দিয়েছিলাম তোমাদের না করার জন্য৷ কেন করিনি তা আমি আজ বলব না৷ তবে চেয়ারম্যান যা বলে তা নির্দেশ বলে মানতে হবে৷'' এরশাদ বলেন, “যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করেছে৷ আজ তারা এখানে আসেনি৷ মেঘ কেটে যাবে, আমরা রাস্তায় নামব, ভোটারদের কাছে যাব৷ ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা জিতব৷'' এদিকে ৩০ জন সংসদ সদস্যের বর্ধিত সভায় যোগ না দেয়ার কারণ জানতে চাইলে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ ডয়চে ভেলের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি৷ তিনি ব্যস্ততার কথা বলে প্রসঙ্গ এড়িয়ে যান৷তবে রওশন এরশাদপন্থী সংসদ সদস্যদের একজন ইয়াহিয়া চৌধুরী ডয়চে ভেলেকে জানান, বর্ধিত সভায় তাদের যাওয়া কথা নয়৷ এটা জেলা পর্যায়ের নেতাদের মতবিনিময় সভা৷ তাই তারা যাননি৷ তারা দলের নির্দেশ মেনেই নির্বাচনে অংশ নিয়েছেন৷ বুধবারের সভায় যারা এরশাদের পাশে ছিলেন তাদের অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন৷ এরশাদ নিজেও এমপি হয়েছেন, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন৷ তাই যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন – এরশাদের এই বক্তব্য মেনে নেয়া যায় না বলে মন্তন্য করেন তিনি৷ এদিকে এরশাদকে বাদ দিয়ে রওশন এরশাদ জাতীয় পার্টির হাল ধরবেন – এই কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে৷ বুধবার এরশদের ডাকা বর্ধিত সভায় তা আরো স্পষ্ট হলো৷ এ নিয়ে জাতীয় পার্টির এমপিদের নিয়ে রওশন একাধিক বৈঠকও করেছেন৷ দু-একদিনের মধ্যে তারা আবার বসছেন বলে জানা গেছে৷ এ জন্য রওশন এমপিদের ঢাকায় ডেকেছেন৷ ইয়াহিয়া চৌধুরী বলেন, এটা সত্য যে জাতীয় পার্টিতে রওশন এরশাদের অনুসারী অনেক৷ তবে এইচ এম এরশাদই এখনো দলের চেয়ারম্যান৷