adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে গণভোট: অভিবাসীদের জন্য কোটা

সুইজারল্যান্ডে গণভোট: অভিবাসীদের জন্য কোটাঢাকা : সুইজারল্যান্ড গণভোটের মাধ্যমে দেশটিতে ইউরোপীয় ইউনিয়ন-ভুক্ত দেশগুলো থেকে আসা অভিবাসীদের অবাধ যাতায়াতের বিষয়টি থেকে বেরিয়ে আসার পক্ষে ভোট দিয়েছেন ভোটাররা।

তবে, গণভোটের এ রায়ের নিন্দা জানিয়েছে ইইউ।

ইইউ বলছে সুইজারল্যান্ডের সঙ্গে তাদের জোটের বিষয়টি এখন তারা পুণর্মূল্যায়ন করবে।

বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন যে এর ফলে এখন দেশটির সাথে ইইউ এর সবক’টি চুক্তিই এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়বে।

দেশটির জনগণ বলছে অভিবাসীদের চাপে সুইজারল্যান্ড ভারাক্রান্ত।

সুইজারল্যান্ডে ইইউভুক্ত দেশগুলো থেকে প্রতিবছর গড়ে আশি-হাজার মানুষ কাজের সন্ধানে আসে।

অভিবাসীদের অবাধ যাতায়াতের বদলে তাদের জন্য কোটা রাখার পক্ষে ৫০.৩ ভাগ ভোটার ভোট দিয়েছেন।

অর্থাৎ মাত্র শূন্য দশমিক তিন শতাংশ ভোট বেশি পেয়ে প্রস্তাবটি পাশ হয়েছে সুইজারল্যান্ডে।

প্রস্তাবটির সমর্থকরা মনে করেন, প্রতিবছর অতিরিক্ত অভিবাসীর আগমনের ফলে দেশটির আবাসন, স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার ওপর চাপ পড়ছে।

এই প্রস্তাব পাশ হওয়ায় সুইজারল্যান্ডের সঙ্গে ইইউ-এর সম্পর্কে জটিলতার সৃষ্টি হবে বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র অলিভার বেইলি।

মি. বেইলি বলেন, মানুষের মুক্ত চলাচলের উপর এটা স্পষ্টতই একটা বাধা।

এখন ইইউ এর সাথে দেশটির গত বারো বছরের সম্পর্ককে আমাদের নতুন করে মূল্যায়ন করতে হবে।

আর ইইউ এর সদস্য দেশগুলোকেও ব্যপারটি নিয়ে ভাবতে হবে।

তবে, প্রস্তাবটি বাস্তবায়নের আগে সেটিকে আইন আকারে পাশ করতে হবে।

আর সেক্ষেত্রে সরকারের পদক্ষেপ দেখে ইইউ পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মি. বেইলি।

সুইজারল্যান্ড ইইউ ভুক্ত দেশ নয়।

কিন্তু দেশটির মোট রপ্তানির অর্ধেকেরও বেশি যায় ইইউভুক্ত দেশগুলোতে।

ফলে, নতুন পাশ হওয়া এই প্রস্তাব যদি আইনে পরিণত হয়, তাহলে সুইজারল্যান্ডই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে দেশটির সরকার এবং ব্যবসায়িক মহল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া