adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রানা প্লাজার ধ্বংসস্তূপে আগুন, মামলার আলামত নষ্ট

সাভার (ঢাকা): সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপে পথ শিশুরা আগুন ধরিয়ে দিয়েছে। এতে নষ্ট হয়ে গেছে এ ঘটনায় দায়ের করা মামলার অনেক আলামত।

মঙ্গলবার ভোরে পথশিশুরা ধ্বংসস্তূপের ভিতর বিভিন্ন মূল্যবান মালামাল ও রড চুরি করতে এসে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহমুদ আলমের নেতৃত্বে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চোরাই রড উদ্ধার করেন।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বাংলামেইলকে জানান, ধ্বংসস্তূপের ভেতর থাকা মূল্যবান মালামাল ও রড চুরি করতে ইচ্ছা করেই ঝুটে আগুন লাগিয়ে দেয়া হয়। কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এর আগেও বেশ কয়েকবার এরকম অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রানা প্লাজার ধ্বংসস্তূপে অনেক মূল্যবান মালামাল থাকার পরও কোনো ধরণের নিরাপত্তার ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত পথশিশুসহ লোকজন এসব মালামাল চুরি করে নিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া