adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইস্ট বেঙ্গলকে উড়িয়ে ফাইনালে শেখ জামাল

ইস্ট বেঙ্গলকে উড়িয়ে ফাইনালে শেখ জামালগ্যালারিতে বাঁধা পাশাপাশি দুটি পতাকা। একটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, অন্যটি বাংলাদেশের লাল-সবুজ পতাকা। কলকাতার যুবভারতী সল্টলেক স্টেডিয়ামের গ্যালারিতে জাতীয় পতাকা মাথায় বেঁধেও দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশের এক দর্শক। কলকাতায় আজ বাংলাদেশের পতাকা দারুণভাবেই ওড়াল ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তারা আইএফএ শিল্ডের সেমিফাইনালে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলকে। তিন বিদেশি এমেকা, সনি নর্দে ও ওয়েডসন করেছেন গোল তিনটি। ১৫ ফেব্রুয়ারি ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ হবে কলকাতা মোহামেডান ও ইউনাইটেড স্পোর্টসের জয়ী দল। এই প্রথম কলকাতার মাটিতে কোনো বাংলাদেশি ক্লাবের কাছে হারল ইস্ট বেঙ্গল। আইএফএ শিল্ডের গ্রুপ পর্বে শেখ জামাল আগেই হারিয়েছে কলকাতার শক্তিশালী ক্লাব মোহনবাগানকে। এবার ইস্টবেঙ্গলকে হারিয়ে কলকাতায় বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপনটা ভালোমতোই তুলে ধরেছেন মামুনুলরা। ম্যাচের  শুরু থেকেই আক্রমণে গেছে শেখ জামাল। তবে প্রথম গোলটি এসেছে ২৩ মিনিটে। ওয়েডসনের ক্রস থেকে মাথা ছুঁয়ে অসাধারণ গোলটি করেন এমেকা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সনি নর্দে। এমেকার পাস থেকে বল নিয়ে কলকাতার মাঠমাতানো এই হাইতিয়ান বাম পায়ের কোনাকুনি শটে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। ম্যাচের ৬৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন ওয়েডসন। আজ আসলে ইস্টবেঙ্গলকে পুরোপুরি নাচিয়ে ছেড়েছে শেখ জামাল। ম্যাচও যেন এই তিন গোল হজমের পরপরই শেষ হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের ছন্নছাড়া ফুটবলের বিপরীতে শেখ জামাল খেলেছে শিল্পীত ফুটবল। শেখ জামাল কোচ জোসেফ আপুসি খেলিয়েছেন ৪-৩-৩ ফরমেশনে। আর আর্মান্দো কোলাসো খেলিয়েছেন ৪-৪-১-১ ছকে। কিন্তু কোনো কৌশলই কাজে আসেনি তাঁর।

 ম্যাচের একেবারে শেষ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন ইস্ট বেঙ্গলের অর্ণব মণ্ডল।

শেখ জামাল ধানমন্ডি একাদশ: হিমেল, দিদারুল, ইয়ামিন মুন্না, সোহেল, নাসির, লিঙ্কন, ইয়াসিন, মামুনুল, সনি, ওয়েডসন, এমেকা (আলী)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া