adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক খাতেই ৭ হাজার কোটি টাকা ক্ষতি

ঢাকা: বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে নভেম্বর ও ডিসেম্বর মাসে পোশাক খাতেই ৭ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম কার্যদিবসে সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের এসব কর্মসূচিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মোট আট হাজার ৯৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে পোশাক খাতেই ৭ হাজার কোটি টাকা, হিমায়িত মৎস্য খাতে ১ হাজার কোটি টাকার ১০ হাজার টন হিমায়িত মৎস্য ১৪০টি কারখানায় আটকা পড়ে আছে। যার ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকা। ট্রান্সপোর্ট সেক্টরে ক্ষতি হয়েছে ১৩০ কোটি টাকা। চামড়া খাতে ৭০০ কোটি  টাকা।’

তোফায়েল আহমেদ বলেন, ‘ব্যবসায়ী সংগঠন (এফবিসিসিআই) ও অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী হরতালে দেশের অর্থনৈতিক খাতে প্রতিদিন এক হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হয়।’

তিনি বলেন, ‘পোশাক, হিমায়িত মৎস্য, পরিবহন খাতের বাইরে কাচাপাট ও পাটজাত দ্রব্য রপ্তানি ২০১২ সালের চাইতে ২০১৩ সালে কমেছে। এ ছাড়া ক্ষতি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি দোকানে। বিনিয়োগ পরিস্থিতি পড়েছে নাজুক অবস্থায়।’  

বিরোধী জোটের আন্দোলনে ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ও জামায়াতের  সহিংসতায় এক বছরে স্থানীয় বিনিয়োগ নিবন্ধন কমেছে ১৫ দশমিক ১৫ শতাংশ। বিনিয়োগ বোর্ডের প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০১২ সালে এক হাজার ৬৫৫টি প্রকল্পে বিনিয়োগ ছিলো ৫০ হাজার ৭৮ কোটি  টাকা। ২০১৩ এক হাজার ১৯৭টি নিবন্ধিত প্রকল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪২ হাজার ৪৮৯ কোটি টাকা। চলতি অর্থ বছরের প্রথম ৫ মাসে বৈদেশিক বিনিয়োগ নিবন্ধিত হয়েছে ৪৪টি যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক। এর ফলে রাজস্ব আদায়ের ঘাটতি হয়েছে ৫ হাজার ৯৭০ কোটি টাকা।’



আরেক সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চলতি অর্থ-বছরে জুলাই-ডিসেম্বর সময়ে নীটওয়্যার, ওভেন তৈরি পোশাক, হোম টেক্সাটাইল, ফুটওয়্যার খাত, হিমায়িত খাদ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে এক লাখ ছয় হাজার ৪৯ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া