adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কথা বলতে বারণ ক্রিকেটারদের!

বাংলাদেশ দল মাঠে প্রবেশ করার আগে থেকেই নেয়া হয়েছে বাড়তি সতর্কতা। আগের দিন রাত থেকেই শোনা যাচ্ছিল অনুশীলন হলেও কথা বলতে পারবেন না দলের কোন ক্রিকেটার।  হলোও তাই! দলের নয়া টিম ম্যানেজার আবু আওয়াল চৌধুরী বুলু জানিয়ে দিলেন প্রধান কোচ সেন জার্গেনসনের বারণ কেউ কথা বলতে পারবেন না। বাংলাদেশ দল মাঠে এসেছে, অনুশীলন করেছে কিন্তু কথা বলেনি। কোন ক্রিকেটার এমন ঘটনা নিকট অতীতে খুঁজলে পাওয়া যাবে না। তাহলে কি কোচের বারণ? না অন্য কোন ঘটনা! কিসের ভয় টিম ম্যানেজমেন্টের? তাহলে কি তামিম ইকবালকে নিয়ে বিতর্কের কারণেই এই অলিখিত নিষেধাজ্ঞা? ধারণা করা হচ্ছে তামিম ইকবালের নাটকীয় ভাবে সহ অধিনায়ক পদ থেকে সরে যাওয়া আর মাশরাফির অধিনায়ক হওয়া নিয়ে জাতীয় দলে একটি গুমোট পরিবেশ বিরাজ করছে। কিন্তু এমন প্রশ্নটি উড়িয়ে দিলেন ম্যানেজার। তিনি বলেন, ‘না, কোচের বারণ থাকাতেই কথা বলবেন না কোন ক্রিকেটার। কারণ এতে ক্রিকেটারদের মনোসংযোগ নষ্ট হবে। এছাড়াও  ড্রেসিং রুমের পরিবেশ খুবই ভাল। দলে কোন সমস্যা নেই। আজ (গতকাল) কথা না বললেও কাল (আজ) অনুশীলন শেষে কথা বলবেন ক্রিকেটাররা। কোচ ঠিকমতো অনুশীলনের জন্য কথা বলতে নিষেধ করেছেন। ওরা টেস্ট সিরিজ নিয়ে গেছে। আমরা টি-টোয়েন্টি সিরিজ জিততে চাই। আমরা চেষ্টা করবো টি-২০ ম্যাচ জিততে।’

বেলা ২টার পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা একে একে প্রবেশ করতে শুরু করেন মাঠে। তামিম ইকবাল মাঠে নামতেই সবার নজর তার দিকে। জার্সির ভিতর থেকে দেখা যাচ্ছে ঘাড়ে লাগানো রয়েছে লাল রংয়ের স্কচটেপ। জানা গেল কিছুটা ইনজুরিতে আছেন তিনি। সবার শেষে মাঠে প্রবেশ করেন দলের নয়া অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সদা হাস্যোজ্জ্বল মাশরাফি হাসতে হাসতেই মাঠে প্রবেশ করলেন। কিন্তু বরাবরের মতো পরিচিত কোন সংবাদ কর্মীর সঙ্গে কথা না বলেই চলে গেলেন  মাঠে। 

শ্রীলঙ্কার বিপক্ষে কাল মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিয়ের শীর্ষে থাকা দলের বিপক্ষে লড়াইটা বাংলাদেশ দলের জন্য খুব সহজ হবে না তা সকলেরই জানা। এই পর্যন্ত দুটি টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু জয়ের মুখ দেখেনি একটিতেও। তবে ম্যানেজার আবু আওয়াল চৌধুরী বিশ্বাস করেন টি-টোয়েন্টি দলে যারা নতুন এসেছেন আর অভিজ্ঞদের নিয়ে কোন ভাবেই লড়াইটা খারাপ হবে না বাংলাদেশের। তিনি বলেন, ‘টেস্ট দল থেকে চলে যাওয়াদের যে রিপ্লেসমেন্ট আছে আশা করি আমাদের দল ভালো ফাইট দিবে। ওদেরকে যদি আমরা বিট করতে পারি আমাদের জন্যই ভালো। দলের সবাই ফিট আছে।’ তবে তামিম ইকবালের  ইনজুরি নিয়ে বলেন, ‘তামিমের ইনজুরি মারাত্মক নয়’। ফিজিও চেক করেছে। আশা করি ম্যাচের আগে সেরে যাবে।’ 

অন্যদিকে ঘুরে ফিরে তামিম প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘আমি জানি না তামিম কি বলেছে। তবে ড্রেসিং রুমের অবস্থা ভালো। কোন সমস্যা নেই। খেলোয়াড়রা ভালো আছে। এর আগে সিঙ্গাপুর থেকে ফিরে নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তামিম ইকবালের সঙ্গে কথা বলবেন তিনি। এ প্রসঙ্গে বুলু বলেন, ‘ফোনের ব্যাপারে আমি কিছু জানি না। তবে জানতে পারলে আপনাদের জানাবো।’

গতকাল বাংলাদেশ দলের নতুন-পুরানো সবাই অনুশীলন করেছেন। টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া নতুনদের মধ্যে কে থাকবেন মূল একাদশে তা নিয়েও জল্পনা-কল্পনার শেষ ছিল না। কোচ দুপুর থেকে অনুশীলন শুরু করে সন্ধ্যার পরও অনুশীলন চালিয়ে যান। কারণ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বিকাল পাঁচটা থেকে। তাই গতকাল ফ্লাডলাইটে প্রায় ৭টা পর্যন্ত অনুশীলনটা সেরে নিয়েছেন কোচ। অন্যদিকে কাল পিচ কেমন হবে এই নিয়ে জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু বলেন, ‘যেহেতু চট্টগ্রামের এই ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি তাই আমরা কাজ করে যাচ্ছি ভাল কিছু করার। তবে উইকেট নিয়ে কোন কথা আমরা আগাম বলতে পারবো না। কারণ কোড অব কন্ডাক্ট আছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া