adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা মামলা ডিএনএ টেস্টের নামেই কেটে গেছে ২ বছর

image_67822_0ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত এখনো থমকে আছে৷ তদন্তকারীরা এখন ডিএনএ টেস্টের ফলাফলের আশায় হা-পা গুটিয়ে বসে আছেন৷ এই তদন্ত নিয়ে এখন হতাশা দুই পরিবারে৷

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে যে ডিএনএ টেস্টের আশায় ছিল ব়্যাব তাও এখন ফিকে হয়ে আসছে৷ হত্যাকাণ্ডের আলামত, রক্তমাখা কাপড়সহ আরো কিছু আলামত আমেরিকার ডিএনএ ল্যাবে পাঠিয়ে দুইজনের ডিএনএ প্রোফাইল পায় ব়্যাব৷ কিন্তু সেই প্রোফাইলের সঙ্গে এই মামলায় আটক আটজনের কারুর ডিএনএ প্রোফাইলই মেলেনি৷

ব়্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান জানান, এরপর তারা আরো কিছু আলামত পাঠিয়েছেন আমেরিকায়৷ এখন তারা পূর্ণাঙ্গ প্রতিবেদনের অপেক্ষায় আছেন৷

এদিকে বাংলাদেশে অপরাধীদের ডিএনএ তথ্যভাণ্ডার না থাকায় আমেরিকা থেকে পাওয়া ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখার সুযোগও খুব সীমিত৷ বাংলাদেশে সাধারণত অজ্ঞাতপরিচয় লাশ এবং পিতৃত্ব ও মাতৃত্ব নির্ধারণে ডিএনএ টেস্ট কাজে লাগানো হয়৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে বাংলাদেশের কোনো অপরাধী শনাক্ত এবং বিচারের মুখোমুখি হয়েছে কিনা তা তার জানা নেই৷

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসায় সাগর-রুনি নিহত হওয়ার পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের চিহ্নিত এবং গ্রেফতারের কথা বলেছিলেন৷ কিন্তু দু'বছরেও হত্যারহস্যের কিনারা হয়নি৷ থানা পুলিশ ও ডিবি-র তদন্তে ব্যর্থতার পর হত্যাকাণ্ডের ছয় মাস পর আদালতের নির্দেশে তদন্ত দেয়া হয় ব়্যাবকে৷ আর ব়্যাব তদন্ত করছে দেড় বছর ধরে৷ তারা সাংবাদিক দম্পতির লাশ কবর থেকে তুলে দ্বিতীয় দফা ময়না তদন্তও করে৷ এই তদন্তকালে মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে৷ যারা সাধারণ ভাসমান অপরাধী৷ আর তাদের আটক করা হয় চোর বা ডাকাত হিসেবে৷ কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য পায়নি তদন্তকারীরা৷

এই তদন্ত নিয়ে এখন পুরোপুরি হতাশ সাগর-রুনির পরিবারের সদস্যরা। রুনির ভাই নওশের রোমান জানান, তারা জানেন না তদন্তের নামে এখন কী হচ্ছে৷ তাদের সঙ্গে তদন্তকারীরা দীর্ঘদিন ধরে যোগাযোগও রাখছেন না৷ আর জানতে চাইলেও কোনো জবাব পাওয়া যায় না৷ সাগরের মা সালেহা মুনিরও একই কথা বলেন৷ তিনি বলেন, মূল অপরাধীদের এখনো চিহ্নিত করা হয়নি৷ তাদের আটকের কোনো লক্ষণও নেই৷ তিনি মনে করেন, তদন্তকারীরা নাটক ছাড়া আর কিছুই করেননি৷

তবে নতুন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল আশা করেন, ব়্যাব সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া