adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন ফরম্যাটেই শ্রীলঙ্কা শক্তিশালী: দিলশান

চট্টগ্রাম: ২৪ ঘণ্টা আগে ঢাকায় পা রেখেছেন। আর সেদিনই চট্টগ্রামে এসেছেন। সোমবার দলের সঙ্গে দুপুর থেকে বিকেল অবদি অনুশীলনে ছিলেন। ৮৭ টেস্ট, ২৭৫ ওডিআই আর ৫৩টি টি২০ খেলার অভিজ্ঞতা দিলশান এখন প্রস্তুত বাংলাদেশের বিপক্ষে টি২০ সিরিজে অংশ নিতে। জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ঠিক ১২টায় প্রবেশ করে লঙ্কান দল। এরপর তাদের কারও সঙ্গে কথা বলার জন্য মিডিয়ার দিনভর অপেক্ষার পালা। অবশেষে শেষ বিকেলে লঙ্কান টিম ম্যানেজম্যান্ট দিলশানকে পাঠায় কথা বলতে।

মাঠে দাঁড়িয়ে অনেক কথা বললেন  টেস্টে ১৬টি, ওয়ানডেতে ১৭টি এবং টি২০কে ও ১টি সেঞ্চুরি হাঁকানো দিলশান। অধিনায়ক হিসেবে দলে চান্দিমাল। মন্তব্য জানতে চাইলে বলেন, “আমি মনে করি অধিনায়ক হিসেবে চান্দিমাল খুবই ভালো। গত কয়েক সিরিজ ধরেই সে ভালো অধিনায়কত্ব করেছে। দেশের হয়ে সে দারুণ ক্রিকেট খেলছে। তরুণদের এমন সুযোগ করে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে অধিনায়ক হিসেবে সে ভালোই।”

সিনিয়র-জুনিয়র মিলিয়ে দল করা হয়েছে। ওয়ার্ল্ড টি-২০ আগে এটি কতোটা কাজে দিবে? জবাবে দিলশান বলেন, “দলের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। বিশেষ করে তরুণদের জন্য খুবই ভালো পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ সাঙ্গাকারা-মাহেলা দলে আছে, যাদের থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে। বাংলাদেশের সাথে সীমিত ওভারের খেলাগুলো আসন্ন এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-২০’র আগে আমাদের অনেক কাজে দিবে। তাই দলের প্রতিটি খেলোয়াড়ের জন্যই এ সিরিজটি গুরুত্বপূর্ণ। বড় দু’টি আসরের আগে প্রতিটি খেলোয়াড় এ সুযোগটি লুফে নিবে।”

কুশল সিলভা এবং সুচিত্রা সেনানায়েকে লঙ্কানদের হয়ে সম্প্রতি ভালো করছে। তারা দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বলেন, “আসলে স্কোয়াডের ১৫ জনই দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আলাদা করে গুরুত্ব দেওয়ার মতো কিছু নেই। কুশল সিলভা শ্রীলঙ্কার উঠতি তারকার একজন। সে গত কয়েকটি সিরিজে আমার সাথে ব্যাটিং করেছে। বোলারদের উপর প্রেসার তৈরি করার সক্ষমতা আছে তার। সুচিত্রাও অনেক ভালো স্পিনার। সব মিলিয়ে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে শ্রীলঙ্কা খুবই ভারসাম্যপূর্ণ একটি দল। প্রত্যাশা করছি, আগামী কয়েকটা দিন সেরা ক্রিকেটই খেলবো আমরা।

টি২০-এর সীমিত ওভারে বাংলাদেশকে কিভাবে দেখছেন? দিলশানের জবাব ছিল-“সীমিত ওভারের খেলায় বাংলাদেশ শক্তিশালী দল। গত দুই তিন বছর ধরেই তারা ভালো ক্রিকেট খেলেছে। এ ছাড়া তারা এখানে হোম গ্রাউন্ডে খেলবে। আশা করি বাংলাদেশকে আমরা সহজে হারাতে পারবো না। বাংলাদেশ দল সম্প্রতি দারুণ ক্রিকেট খেলছে।”

ঢাকায় খেলা প্রসঙ্গে কি বলবেন? বলেন, “বাংলাদেশে আমি এবং আরো কয়েকজন লঙ্কান ক্রিকেটার খেলেছেন। একাধিক তরুণ এখানে ভালো খেলে জাতীয় দলে ঢুকেছেন। তবে এটা বিষয় নয়; টি-টোয়েন্টিতে ২০ ওভারে কোনো ভুল করার সুযোগ নেই। সেরা খেলতে হবে সবাইকে। আর দু’টি বড় আসর আছে সামনে, তাই শ্রীলঙ্কা ও বাংলাদেশ, দু’দলের জন্যই সিরিজটি অনেক গুরুত্বপূর্ণ।” কোন ফরম্যাটে শ্রীলঙ্কা বেশি শক্তিশালী? বলেন, “টেস্ট-ওয়ানডে বা টি-টোয়েনটি, তিন ফরম্যাটেই শ্রীলঙ্কা শক্তিশালী দল। নির্দিষ্ট কোনো ফরম্যাটের কথা আমি বলবো না। প্রায় সব দেশেই আমরা ভালো ক্রিকেট খেলছি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া