adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি ‘ইন্ডিয়ার ট্রেনে’ চড়ে না: রিজভী

image_67662_0ঢাকা: প্রধানমন্ত্রী বাংলাদেশের ট্রেন মিস করে ইন্ডিয়ার ট্রেনে চড়েছেন বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ট্রেনের গার্ড, টিটি সব ইন্ডিয়ার, তাদের সঙ্গে জনগণ নেই। তাই সেই ট্রেনে বিএনপি চড়ে না।”

রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন।

প্রসঙ্গত, শনিবার রাজশাহীতে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনের ট্রেন মিস করে খালেদা এখন উপজেলার ট্রেনে উঠছে।

প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, “প্রধানমন্ত্রীর মতো নিম্নরুচির বক্তব্য আমরা দিতে চাই না। তবে বলতে চাই, তিনি জনগণের ট্রেনের না উঠে ইন্ডিয়ার ট্রেনে চড়েছেন। যে ট্রেনের গার্ড, টিটি, স্পিকারদের সঙ্গে জনগণের সম্পর্ক নেই। আর জাতীয়তাবাদী শক্তি সেই ট্রেনে চলতে পারে না। আন্দোলনের মাধ্যমে এই ভাড়া করা ট্রেন প্রতিহত করে বাংলাদেশের ট্রেন চালু করবো।”

রিজভী অভিযোগ করে বলেন, “সরকারের সাজানো যৌথবাহিনীর মাধ্যমে আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দূরভিসন্ধিমূলকভাবে মামলা দেয়া হচ্ছে। নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, ক্রসফায়ারের মাধ্যমে হত্যা করা হচ্ছে।”

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ অবস্থা বেশি দিন চলতে পারে না। জনগণ ঘরে ঘরে নাগরিক অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিচ্ছে।”

রিজভী অভিযোগ করে বলেন, “বর্তমান যৌথবাহিনী রক্ষীবাহিনীর ভূমিকা পালন করছে। আর প্রধামনন্ত্রী এখন ক্ষমতায় টিকে থাকতে ‘ডকট্রিন অফ ফোর্সে’র নীতি অবলম্বন করছেন।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন, বরকত উল্লাহ বুলু, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রমুখ

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া