adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবি ফজল শাহাবুদ্দীন আর নেই

image_67644_0ঢাকা: কবি ফজল শাহাবুদ্দীন (৭৮)আর নেই। আজ সকাল সোয়া দশটার দিকে তিনি নিজ বাসভবন ১১/১  মধ্য বাসাবোতে ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। নতুন বার্তা ডটকমকে এই খবর জানিয়েছেন কবির ঘনিষ্টজন কবি শাহীন রেজা।
কবির জন্ম ১৯৩৬ সালের  ৪ ফেব্রুয়ারি কুমিল্লা জেলার নবীনগর উপজেলাধীন নিজ বাড়ি শাহপুরে জন্মগ্রহণ করেন। তবে তিনি শৈশব থেকে ঢাকাতেই ছিলেন।
কবি ফজল শাহাবুদ্দীন বাংলাদেশের একজন খ্যাতিমান আধুনিক কবি। তিনি বিংশ শতকের ষাট দশকের কবি হিসাবে চিহ্নিত। কর্মসূত্রে দীর্ঘকাল তিনি সাংবাদিকতা করেছেন। এছাড়া স্বাধীন বাংলাদেশে সাপ্তাহিক পত্রিকার প্রচলনে তিনি পথিকৃতের ভূমিকা রেখেছেন। তার কবিতা পৃথিবীর বেশ কয়েকটি ভাষায় অনূদিত হয়েছে।
শিক্ষা : স্নাতক : জগন্নাথ করেজ, ঢাকা (১৯৬২)।
পেশা : সাংবাদিকতা ও ব্যবসা। প্রতিষ্ঠাতা সম্পাদক, সাপ্তাহিক বিচিত্রা (অধুনালুপ্ত)।
প্রকাশিত গ্রন্থ : তৃষ্ণার অগ্নিতে একা (১৯৬৫); অকাঙ্ক্ষিত অসুন্দর (১৯৬৬); আততায়ী সূর্যাস্ত (১৯৭৫); অন্তরীক্ষে অরণ্য (১৯৮০); সান্নিধ্যের আর্তনাদ (১৯৮৩); আলোহীন অন্ধকারহীন (১৯৮৪); সনেটগুচ্ছ; অবনিশ্বর দরোজায়; আমার নির্বাচিত কবিতা; হেনীল সমুদ্র হে বৃক্ষ সবুজ; লংফেলোর নির্বাচিত কবিতা; দিকচিহ্নহীন; ছিন্নভিন্ন কয়েকজন; জখন জখম নাগমা; Selected Poems; Solitude; Towards the Earth; বাতাসের কাছে; ছায়া ক্রমাগত; নিসর্গের সংলাপ; পৃথিবী আমার পৃথিবী; ক্রন্দনধ্বনি; ক্রমাগত হাহাকার।
গ্রন্থ সংখ্যা: ২৭।
পুরস্কার: বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (১৯৭৩); একুশে পদক (১৯৮৮)।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া