adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মহানগর ও ছাত্রদল পুনর্গঠনের সিদ্ধান্ত

image_76266_0ঢাকা: শিগগিরই পুনর্গঠন হচ্ছে ঢাকা মহানগর বিএনপি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। দল গোছানোর প্রাথমিক ধাপ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

দীর্ঘ তিনমাস পর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৯টা ৫ মিনিট থেকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী কর্মকৌশল নির্ধারণ করা হয়েছে।

বৈঠক সূত্র জানিয়েছে, আপাতত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি জোট সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে জোর প্রচেষ্টা চালানোর নির্দেশনা তৃণমূলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও আগামী সপ্তাহে রাজধানীতে সমাবেশ করার চিন্তা করছে বিএনপি। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চেয়ে যে দাবি জানানো হয়েছে, সে ব্যাপারে তারা সরকারকে একটি সময়সীমা বেঁধে দেয়ার চিন্তা করছে। তবে ঠিক কতদিন নাগাদ তারা এ সীমা রেখা দেবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলামেইলকে বলেন, ‘ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার মুক্তির পরই নগর বিএনপির কমিটি পুনর্গঠন করা হবে। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিও পুনর্গঠন করা হবে।’

অপর একজন স্থায়ী কমিটির সদস্য বাংলামেইলকে বলেন, ‘উপজেলা নির্বাচনকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। এই নির্বাচনে আমাদের সমর্থিত প্রার্থীরা যাতে জয়লাভ করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার কাছে জানতে চাইলে তিনি বাংলামেইলকে বলেন, ‘দল গোছানোর ওপর বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি আন্দোলন নিয়ে কোনো ব্যর্থতা দেখছে না। কারণ ৫ ভাগ জনগণও গত নির্বাচনে ভোট দেয়নি।’

স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহাবুবুর রহমান বাংলামেইলকে বলেন, ‘সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সামনে উপজেলা নির্বাচন রয়েছে সেটাকে গুরুত্ব দেয়া হচ্ছে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া