adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী অসত্য বক্তব্য দিয়েছেন: ফখরুল

image_75943_0ঢাকা: আলোচিত দশট্রাক অস্ত্র মামলার ঘটনা নিয়ে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করতেই দশ ট্রাক অস্ত্র মামলার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মিথ্যা এবং অসত্য বক্তব্য দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদও জানান তিনি।

বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সদ্য কারামুক্ত নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ফখরুল।    

মির্জা আলমগীর আরো বলেন, ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চলছে তারই অংশ হিসেবে দশ ট্রাক অস্ত্রের ঘটনায় প্রধানমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন।’

দশ ট্রাক অস্ত্র ধরা পড়ার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ঘটনায় তৎকালীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায়ও প্রধানমন্ত্রীর ওপর দায় দিয়ে মির্জা আলমগীর বলেন, ‘গণতন্ত্রকামী মানুষের ওপর হামলা করতে প্রধানমন্ত্রী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে।’



তারেক রহমানের মামলার রায় দিয়ে বিচারকের বিদেশগমন, উচ্চ আদালতের বিচারককে মন্ত্রীর ফোন, মেজর মঞ্জুর হত্যা মামলার রায়ের কয়েকদিন আগে বিচারক পরিবর্তন- এসব বিষয়ে মির্জা ফখরুল বলেন, এতেই প্রমান হয় বিচার বিভাগের স্বাধীনতা নেই।



এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দশ ট্রাক অস্ত্রের ঘটনায় তৎকালীন সরকার জড়িত থাকলে দুজন এসআই এগুলো আটক করতে পারতো না। এর রহস্য উদঘাটন হতো না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া