adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্রুত নির্বাচন দাবিতে শিগগিরই আন্দোলন

image_76014_0ঢাকা: দ্রুত নির্বাচনের দাবিতে শিগগিরই ১৯ দলীয় জোট রাজপথে কঠোর আন্দোলন শুরু করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘দ্রুত সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন ১৯দলীয় জোট শিগগিরই বড় ধরনের আন্দোলনে যাবে।’

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

‘আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি ও গ্রেপ্তার, দমন, পীড়ন, নির্যাতনের প্রতিবাদ’ শীর্ষক এক প্রতিবাদ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম।

দশম জাতীয় সংসদে কোনো বিরোধী দল নেই দাবি করে মাহাবুবুর রহমান বলেন, ‘সরকারই বিরোধী দলের ভূমিকায় রয়েছে যা নজিরবিহীন। দেশে গণতন্ত্রের অস্তিত্ব নেই। গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করতে হবে। আর এই জন্য আমাদের কঠিন আন্দোলনের পথ বেছে নিতে হবে।’

সভায় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘বিশ্ববাসী ভালো করেই জানে যে, এই সরকার কীভাবে নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জনগণ ভোটকেন্দ্রে না গেলেও তাদের আজ্ঞাবহ কমিশনের কারসাজিতে বিপুল ভোটের হিসাব প্রচার করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ আইন-কানুন, নিয়মনীতি ও গণতন্ত্রে বিশ্বাস করে না। কাজেই তাদের কাছে বক্তব্যের মাধ্যমে কোনো প্রতিবাদ জানিয়ে লাভ নেই।’

ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘আমাদের নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে নতুন উদ্যোমে মাঠে নেমে সরকার পতনের আন্দোলনকে বেগবান করতে হবে।’

সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সদস্য রফিক সিকদার প্রমুখ বক্তব্য রাখেন।  

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2014
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া